Ameen Qudir

Published:
2019-08-13 20:02:47 BdST

ইদের ছুটিতে যারা বাড়িতে, তাদের জন্য ৭ অবশ্য পালনীয় পরামর্শ


 

 

ডা. গুলজার হোসেন উজ্জ্বল
রক্তরোগ বিশেষজ্ঞ

______________________

ঈদের ছুটিতে বাড়িতে অনেকেই। ডেংগু ছড়িয়ে পড়তে পারে এমন আশংকার পরও নাড়ির টানে অনেকেই গ্রামে গেছেন।
গ্রামে এডিস মশার প্রকোপ ঢাকার মত নয়। তবে একেবারেই নেই সেটা বলা যাবেনা। ফলে কিছু সাবধানতা মেনে চলাই উত্তম।

১. জ্বর নিয়ে ঢাকা ছাড়বেন না। নিশ্চিত হয়ে নিন ডেংগু কিনা। ডেংগু হলে বাড়ি যাওয়া ঠিক হবেনা। কারণ ডেংগু শক সিন্ড্রোমে আক্রান্ত হলে আপনাকে চিকিৎসা করার মত যথাযথ ব্যবস্থা উপজেলা পর্যায়ে তেমন একটা নেই।

২. বাড়ি যাওয়ার পর যদি জ্বর আসে অবহেলা না করে স্থানীয় রেজিস্টার্ড ডাক্তারকে দেখাবেন। উপজেলা পর্যায়ে ডেংগু এনএসওয়ান ও সিবিসি পরীক্ষার ব্যবস্থা আছে।

৩. দিনে রাতে মশারি খাটিয়ে ঘুমাবেন। আক্রান্তের শরীরে মস্কিউটো রিপেলেন্ট ব্যবহার করতে পারেন। পরিবারের অন্য সদস্যরাও ব্যবহার করবেন।

৪. গ্রামের বাড়িতে জ্বর শরীরে ছুটাছুটি করবেননা। বিশ্রামে থাকবেন।

৫. পর্যাপ্ত পানি, ডাবের পানি, স্যালাইন, গ্লুকোজ, লেবুর শরবত ইত্যাদি পান করবেন।

৬. জ্বরের সাথে বমি, ডায়রিয়া, একদম খেতে না পারা, বুকে ব্যাথা, অজ্ঞান হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, পেট ফুলে যাওয়া, যেকোন প্রকার রক্তক্ষরণ ইত্যাদি উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে জেলা সদরে বা বিভাগীয় সদরে চলে যাবেন৷
৭. চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ খাবেন না।
_________________

ডা. গুলজার হোসেন উজ্জ্বল । রক্তরোগ বিশেষজ্ঞ। প্রথিতযশ সঙ্গীতশিল্পী।___________________

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়