Ameen Qudir

Published:
2019-06-19 21:31:28 BdST

মৃতকে জীবিত করার পরীক্ষা-নিরীক্ষা জোর কদমে এগিয়ে নিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যবিজ্ঞানীরা





ডেস্ক
______________________

বিশ্বব্যপী নানা বিতর্ক ও বিরোধিতার মাঝে মৃতকে জীবিত করার গবেষণা এগিয়ে নিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যবিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীদের প্রতিষ্ঠান বায়োটেক দীর্ঘদিন ধরেই মৃত মানুষকে জীবিত করতে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছেন । প্রাতিষ্ঠানিক গবেষণা চলছে বেশ কয়েক বছর ধরে । কিন্তু এ বিষয়ে সরকারের অনুমতি পেয়েছে ২০১৬ সালের দিকে। তারপর গবেষণা কাজ বেশ এগুচ্ছে । মার্কিন সায়েন্স মেগাজিনগুলোতে এ নিয়ে লেখা আসছে। কিন্তু তা পপুলার মিডিয়ায় আসছে কম। বিজ্ঞানীরাও তা চান না। তারা চান সাফল্য।

চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান বায়োটেকের বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়েছে এমন ২০টি দেহের ওপর কিছু থেরাপির সমন্বয় করছেন তারা। এর মাধ্যমে তারা পর্যবেক্ষণ করছেন আসলে মস্তিষ্ক কোনো ইতিবাচক সাড়া দেয় কিনা। অথবা তার মস্তিষ্ককে পুনরায় সক্রিয় করা যায় কিনা। এ গবেষণার মাধ্যমে তারা বিশেষ অগ্রগামী ভূমিকা রাখছেনবলেও আশা প্রকাশ করেন গবেষকরা।

আরেক গবেষণা প্রতিষ্ঠান বায়োকোয়ার্ক ইনকরপোরেট’র নির্বাহী প্রধান ড. ইরা পাস্তুর জানান, ‘সংশ্লিষ্ট বিষয়ে এটাই প্রথম গবেষণা। যে রোগীদের পেয়েছি তাদের ওপর প্রথম থেকেই পরীক্ষা চলছে।
ক্লিনিক্যালি মৃত বলে ঘোষণা করা হয়েছে এমন রোগীদের লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখা হচ্ছে । এরপর কয়েক মাস ধরে তাদের ওপর চলছে গবেষণা। এর মাধমে বিজ্ঞানীরা সাধারণত মস্তিষ্কের বিশেষ করে আপার সিগনাল কর্ডকে সক্রিয় রাখার চেষ্টা করছেন। কেননা এই অংশটি মানুষের শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। বিজ্ঞানীদের বিশ্বাস, মস্তিষ্কের স্টিম সেলগুলো থেকে যাবতীয় ইতিহাস মুছে তাদের আবার নতুনভাবে সাজানো যায়। এ কাজে বেশ সাফল্য এসেছে বলে বিজ্ঞানীরা জানান।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়