Ameen Qudir

Published:
2019-05-02 20:44:30 BdST

পৃথিবী ঈর্ষা করতে পারে এমন কয়েক লাখ অপারেশন বাংলাদেশে হচ্ছে বিনা মূল্যে


 

 

অধ্যাপক ডা. মুজিবুল হক
________________________

আমাদের দুই একজন রোগী শুধু দ্বিতীয় পরামর্শ নিতে বাংলাদেশের বাইরে যান। ভারত নিউক্লিয়ার শক্তি ধারী তিন পুরুষের মধ্যবিত্তের অগ্রগামী দেশ। ১০০ কোটি মানুষের জন্যে যে কোনও দামী মেডিকেল ইনস্ট্রুমেন্ট কিনলে ক্লিনিকের জন্য পুষিয়ে যাওয়ার দেশ। সেখানে যাওয়া স্বাভাবিক।

একই ভাবে আমাদের ঢাকা মেডিকেলে বছরে গড়ে ৬০,০০০ সফল অপারেশন হয়। বিএসএমএমইউতে ৫,০০০০ এর বেশিই অপারেশন হয়। অন্য সব বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও হয়। পুরোটাই বিনামূল্যে। পৃথিবী ঈর্ষা করতে পারে এমন বিপুল সংখ্যক অপারেশন হচ্ছে এদেশে।

আর কোনো বড় ডাক্তারের চেম্বার খালি থাকে না। রুগী ভালো না হলে, বা ট্রাস্ট না থাকলে এমনটা হবার তো নয়।

মেডিক্যাল বিজ্ঞান অনেক জটিল। এক চোখেরই ৫/৭ রকমের ডাক্তার। সেকেন্ড কনসালটেশন করাতেই হয়। কম বিত্তবানরা ভারতে, বিত্তবান রা আমেেরেকা সিঙ্গাপুর যান ।

বড়লোক ভারতীয় নিজ দেশে খুব কমই চিকিৎসা করায়। সিঙ্গাপুরে বড় হাসপাতালে
উচ্চবিত্ত ভারতীয়দের প্রচণ্ড ভীড়। ওখানে গেলে নিজেই দেখবেন।

কেউ কোথায়ও সন্তুষ্ট নয়।

আর বাংলাদেশ হলো জিডিপি এর স্বাস্থ্য খাতে বরাদ্দের অনপাত ধরলে পৃথিবীর সব চাইতে গরীবদের দেশ। স্বাস্থ্য খাতে খরচে ইথিওপিয়া , সুদান এমনকি আফগানিস্তানের চাইতে গরীব আমাদের বাংলাদেশ।

এই পৃথিবীর সব চাইতে সবচেয়ে গরীব?

অথচ কথায় কথায় আমরা আমেরিকা সিঙ্গাপুরের চিকিৎসা প্রত্যাশা করি।

তবে ধনী /গরীব যাই হই, জনগণের
মনে সন্তুষ্টি,শ্রদ্ধা অর্জনে আমরা হয়ত পিছিয়ে।

তবে এর পেছনে স্বাস্থ্য খাতে এই ছোট্ট বাজেট (GDP/revenue)এর থেকেও উপর মহল(নন-ডাক্তার ) এর ৮০% লুট (পাবনার সিভিল সার্জনের এর উপর অপ্রয়োজনীয় কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনার চাপ, রাজি না হওয়ায় চাকরি থেকে অপসারণ ) অনেক ভুমিকা রাখে।
২৫০ বেডের হাসপাতালে ৩০ এর বদলে ৭ জন ডাক্তার সার্জন থাকলেএনেসথেসিস্ট নাই। অপারেশন বন্ধ।
ব্লাড ট্রানসফিউশন ব্যাবস্থা নাই। ডাক্তারদের এসবে
কোনো হাত নাই। এ সব মন্ত্রণালয়ের কাজ।

নার্স দের ওপরও ডাক্তার এর মত ৩ গুন রুগীর অমানুষিক চাপ রয়েছে। সেটা কে না জানে। প্রায় সব হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীই নাই। ফলে নোংরা টয়লেট . এসবে জনগণের খারাপ ধারণা জন্মাবে,অথচ এর পেছনের কারণ তারা জানবেই না।

এক ভুমি অফিস ঘুষ আর হাসপাতালে ডাক্তারদের কর্মতৎপরতার ঘুষের
তুলনা আপনার অনেক ধারণা বদলে দিবে।

আর উগ্রপন্থী লেখা,কাউন্টার নোংরামি ডেকে আনে। তবে

ডা. আব্দুর নূর তুষারের লেখা অপূর্ব , বুদ্ধি দীপ্ত ছিল।
_____________________

অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়