Ameen Qudir

Published:
2016-11-17 01:50:28 BdST

ফ্যাশন বাতিক : বলুন তো প্যান্টটি কিসের তৈরী !


    

ডা. অঞ্জলি :
_____________________

একেই বলে বাতিক। নাকি , একেই বলে ফ্যাশন। ফ্যাশনের রোগ এখন কোথায় বাসা গেড়েছে, একবার ভেবে দেখুন।
ছবিটা খেয়াল করে দেখুন । কিসের তৈরী এই প্যান্টটি। পাট না প্লাস্টিক। এ নিয়ে তৈরী হয়েছে ব্যাপক কৌতুহল। সম্প্রতি এক ফ্যাশন শোয়ে প্রদর্শিত এই প্যান্ট এখন ভাইরাল।

উৎসাহীদের তর্কের শেষ নেই । একদল বলছে , এটা প্লাস্টিক ব্যাগের মেটেরিয়ালস দিয়ে তৈরী । অন্য পক্ষ তা মানতে নারাজ।
তারা বলছে, এটা পাটবস্ত্র।
আপনিও অংশ নিতে পারেন বিতর্কে।
কোন পক্ষে আপনি-- পাট না প্লাস্টিক।

কাগজের পুতুল নাকি!

_________________

 

 

খাঁটি চুলের তৈরী। কোন ভেজাল নেই।

___________________________

 


সে যাই হোক,
এই ফ্যাশন বাতিকের শেষ কোথায়।চুল, পাতা , প্লাস্টিক, কাগজ - যত্তসব আজগুবি ফ্যাশনের কারবার। এর আগে বিদেশে ফ্যাশন শোয়ে পাতার পোষাক দেখেছি। কাগজের পোষাক দেখেছি। পরে কাগজের পোষাক বা খবরের কাগজ, বইয়ের পাতা, বইয়ের ছবি ডিজাইন হিসেবে উঠে আসে নানারকম বস্ত্রে। ফ্যাশনঅলাদের ওখানেই দারুণ কেরামতি। জাতে মাতাল ভাব, তালে ঠিক। কেননা, পরিধেয় সেসব বস্ত্র অবশ্য কাগজের তৈরী নয় । সেসব সূতির তৈরী।

 

                        

                         প্লাস্টিক । একদম প্লাস্টিক।

                                __________________  

 

সেই রক্ষে। নইলে কি মুশকিল হত ভাবুন। যেখানে সেখানে কাগজকাপড় ছিন্ন হলে কি যাচ্ছে তাই কান্ড হত ।
শেষ কথা আশার কথা। এই ফ্যাশন উদ্যোক্তারা জানিয়েছেন, এই প্যান্টের কাপড় দেখতে প্লাস্টিকব্যাগ বা পাটের ব্যাগ যাই হোক, এই ফ্যাশনে যখন কাপড় হবে, সেটা পরতে হবে মনোরম। অর্থাৎ যথারীতি সুতি বা মোলায়েম তন্তুর তৈরী হবে সে গুলো।
উদ্বেগের একদমই কারণ নেই।
_____________________


লেখক : ডা. অঞ্জলি । পেশায় চিকিৎসক। ইতোমধ্যেই ডাক্তার প্রতিদিনে লিখে জনপ্রিয় হয়ে উঠেছেন রাতারাতি।

আপনার মতামত দিন:


বিনোদন এর জনপ্রিয়