Ameen Qudir

Published:
2018-10-02 21:28:13 BdST

রূপ বনাম বুদ্ধি : মহামান্য রূপ-বিচারকরাই বা কতটা বুদ্ধিমত্তার পরিচয় দিলেন !




 

অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম
________________________________

দেশে  সৌন্দর্য প্রতিযোগিতা হয়ে গেল।

দেখিনি, তবে ফেইসবুকের কল্যাণে, যে নিয়ে সবাই সমালোচনার ঢেউ বয়ে দিয়েছেন তার অংশ বিশেষ দেখলাম।

ফেইসবুকের সব মেধাবী, ধীমান ব্যক্তিদের নাক সিটকানো মনোভাব হচ্ছে -
হায় হায় দেশের শিক্ষার এ অবস্থা?

H20(সরি এইচ টু ও- ঠিক ভাবে এখানে লেখা গেল না।এ জন্য আমার জ্ঞান নিয়েও ট্রল করতে পারেন) এর মানে জানে না;
উইশ কি তাও জানে না- তারা হয়েছে সেরা সুন্দরী!

আমি অবশ্য অবাক হয়েছি তাদের রূপ/সৌন্দর্য দেখে, তাদের জ্ঞানের বহর দেখে নয়

১। এটি ছিল "মেধা যাচাই " পর্বঃ এ রকম
প্রশ্ন দিয়ে মেধা যাচাই? দেশে মেধার হাল এতো নীচে, নাকি বিচারকদের ?

২।যে এইচটুও যে পানির সঙ্কেত তা বলতে না পারলেও,মূল প্রশ্নের উত্তর ভালোই দিয়েছে।
মূল প্রশ্ন ছিল পানি ফিল্টারে পরিশুদ্ধ হয়,মানুষকে কিভাবে পরিশুদ্ধ করা যাবে?
মেয়েটি উত্তর দেয়- মানুষের মন পরিস্কার করতে হবে আগে।
খুব কি মন্দ উত্তর? বরং বিচারকের পানির ফিল্টারের উদাহরণটি কি যথেষ্ট বিবেচ্য ছিল?

২।অন্য প্রশ্ন ছিল- দেশ নিয়ে উইশঃ
মেয়েটির উত্তর কারো পছন্দ হয়নি। কিন্তু মহামান্যা বিচারক যে উত্তর দিলো সেটি কতটুকু উত্তম উত্তর হয়েছে?

# মেধা যাচাই এর দৈন্যতা কাটুক
# অল্প বয়সী মেয়েদের বিব্রত করার আগে আমাদের ও বিচারকদের আরো সংবেদনশীল হওয়া, মেধার পরিচয় রাখার উদাহরণ তৈরি করতে হবে।

_______________________________

 

অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম: প্রফেসর অব সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল।
[email protected]

আপনার মতামত দিন:


বিনোদন এর জনপ্রিয়