Ameen Qudir

Published:
2018-11-27 00:48:38 BdST

১৪ জন চিকিৎসক আওয়ামী লীগ থেকে ভোটের টিকিট পেলেন


 

 

ডা. স্বীকৃতি সাহা
_________________________

বাংলাদেশের ইতিহাসে এ বছর সর্বোচ্চ সংখ্যক চিকিৎসককে আসন্ন ভোটযুদ্ধে মনোনয়ন দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সর্বোচ্চ ১৪জনকে দিয়েছে আওয়ামী লীগ।

ডাক্তার পেশাজীবিরা যে অনন্য লোকসেবার পাশাপাশি তৃণমূলে জনসেবায় জড়িয়ে পড়েছেন , এই মনোনয়ন তারই প্রমাণ।
রাজনীতি বাদে অন্য কোন পেশা থেকে এত বিশাল সংখ্যক পেশাজীবির ভোটে অংশ গ্রহনের নজির নেই। সোমবার নির্বাচনের অন্য পক্ষ বিএনপি ও ড. কামালের ঐক্যফ্রন্ট থেকেও বেশ কজন ডাক্তার মনোনয়ন পাবেন বলে জানা গেছে।
লড়াইয়ের ময়দানের চিকিৎসক মনোনয়ন লাভকারীরা বলেন , ডাক্তারী একটি জনসেবা পেশা । বড় ডাক্তার দের প্রায় সকলেই রোগী দেখার পাশাপাশি তার এলাকায় জনসেবায় জড়িত আছেন। অনেকেই নিজ এলাকায় একাধিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান করেছেন। সেখানে হাজারো রোগী সেবা পায়। সেই প্রেক্ষাপটে ডাক্তারদের তৃণমূলে যোগাযোগ নিবিঢ়। সবাই মানুষের পাশে কলাণের মানুষ হিসেবে পরিচিত। রাজনৈতিক দলগুলো তাদের এই লোকসেবাকে মূল্যায়ণ করে রাজনীতির মাঠেও কাজের স্বীকৃতি দিল। এখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন লাভ কারীদের নাম দেয়া হল। বিস্ময়ের ব্যাপার হল, আগামী সম্ভাব্য স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশী উচ্চারিত নাম: অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্তের নাম এই তালিকায় নেই।

১।অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক(সাতক্ষীরা -৩)-(সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী)
২।ডা: দীপু মনি(চাঁদপুর-৩)
৩।অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না (সিরাজগঞ্জ -২)
৪।অধ্যাপক ডা: আবদুল আজিজ (সিরাজগঞ্জ -৩)
৫।ডা: মো: মুরাদ হাসান (জামালপুর -৪)
৬।ডা: ইউনুস আলী সরকার (গাইবান্ধা -৩)
৭।ডা: এনামুর রহমান (ঢাকা-১৯)
৮।ডা: আনোয়ারুল আশরাফ খান (নরসিংদী -২)
৯।ডা: আফসারুল আমিন (চট্টগ্রাম -১০)
১০।অধ্যাপক ডা: মনসুর রহমান (রাজশাহী -৫)
১১।ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ -১)
১২। মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দীন( যশোর-২)
১৩।ডাঃ ইসমত আরা সাদেক (যশোর- ৬)
১৪। ডাঃ মোজাম্মেল (বাগেরহাট-৪)

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়