DESK

Published:
2024-08-06 09:35:53 BdST

অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস নাকি ড. সালেহউদ্দিন : আরও কারা থাকছেন!


 

রাজনৈতিক ডেস্ক
_________________

অন্তর্বর্তী সরকার প্রধান কে হচ্ছেন? ড. মুহাম্মদ ইউনূস নাকি ড. সালেহউদ্দিন আহমেদ।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি ড. সালেহউদ্দিন আহমেদের নামও জোর আলোচনায়। এর আগে জেনারেল মঈনের সরকারের প্রস্তাব ড.মুহাম্মদ ইউনূস হাসিমুখে সবিনয়ে ফিরিয়ে দিয়েছিলেন।
এর বাইরেও চমক আসতে পারে। বিশ্লেষকরা তেমনটাই বলছেন। শেষ কথা নেই।
মঙ্গলবার ভোররাতে এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ড. মুহাম্মদ ইউনূসের নাম জানিয়ে সবাইকে একদফা চমকে দেয়।

সমন্বয়ক নাহিদ ইসলাম। বলেন, ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিচ্ছেন তাঁরা। এ বিষয়ে ড. ইউনূসের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তিনি ছাত্রজনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষায় এই গুরুদায়িত্ব নিতে রাজি হয়েছেন।


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদও। এই সরকারে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, বরেণ্য সাংবাদিক মতিউর রহমান চৌধুরী , জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক, সাবেক পরিবেশ সচিব ড. মাহফুজুল হক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সাবেক আইজিপি নুরুল হুদা, বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মঈনুল ইসলাম, নিউএইজ এর সম্পাদক নুরুল কবির, সাবেক সচিব ফজলুল কবির খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) গোলাম হেলাল মোরশেদ খান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহদীন মালিক, অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার শাহা এবং চাকমা সার্কেলের প্রধান পরামর্শক কুইন ইয়ান ইয়ান।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়