ডা শাহাদাত হোসেন

Published:
2022-06-14 22:45:11 BdST

চলন্ত ট্রেনে সেলফি, স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু




সংবাদ সংস্থা
__________________

চলন্ত ট্রেনে চড়ে সেলফি তুলতে গিয়ে চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এরকম মাঝেমধ্যেই ঘটছে। কিন্তু কোন সতর্কতা প্রচার নেই। অনেকেই এই বিষয়টিকে সেলফিম্যানিয়া হিসেবে অভিহিত করছেন এখন।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মহম্মদ রায়হান উদ্দিনের ছেলে মহম্মদ রোহান হোসেন (১৬) উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

তার বাবা সিএনজিচালিত অটোরিকশা চালক ও মা রেহানা কুয়েতপ্রবাসী।
সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে চড়ে বাড়িতে যাওয়ার জন্য চুয়াডাঙ্গা স্টেশন হতে রওনা হয়েছিল।


কুষ্টিয়ার পোড়াদহের জিআরপির উপ-পুলিশ পরিদর্শক সোহেল আহমেদ জানান, রোহান চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তুলছিল। ট্রেন যখন বেলগাছী রেলক্রসিং পার হচ্ছিল স্থানীয়রা তখন রোহানকে পড়ে যেতে দেখেন।

রোহানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে ঝিনাইদহ শহরের হাটগোপারপুর পৌঁছলে তার অবস্থার আরও অবনতি ঘটে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়