Dr. Aminul Islam

Published:
2021-05-03 18:39:43 BdST

দরকার নাই অফিস , দূরে বসে কাজ হবে আগামির অফিস দস্তুর


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী 

--------------------------------

দরকার নাই অফিস , দূরে বসে কাজ হবে আগামির অফিস দস্তুর ।

বিশ্ব আবার খোলার পরিকল্পনায় যখন আছে তখন অফিসের দস্তুর কি হবে এনিয়ে চলছে চিন্তা ভাবনা। কিছু অফিস কর্মীদের অফিসে ফিরিয়ে আনতে চাচ্ছে আর কিছু অফিস চাচ্ছে হাইব্রিড মডেল আর দূরে বসে অফিস করার পরিকল্পনা ।
কর্মীরা একে অপরের মুখা মুখি হবেনা নটা পাঁচটা অফিস করবেনা আগের মত অনেকে দ্বিধান্বিত । আবার অনেক কোম্পানি মনে করেন এতে তাদের লাভ ।
সম্পূর্ণ রিমোট মডেলের কোম্পানির আরও বৃহৎ প্রতিভাবান লোকদের তাদের আওয়তায় আনতে পারবে, ।
একটি এলাকার না হয়ে হবে আরও বৃহৎ এলাকার ।
যেমন বলা হচ্ছে পেন্সেল্ভিনিয়ার এক গ্রামের অফিস পাবে নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার প্রতিভার সাক্ষাৎ ।
রিমোট ওয়ার্ক আকর্ষণ করতে পারেবে বিশ্ব জুড়ে ম প্রতিভাব আর মেধাবিদের ।
কোম্পানি আর কর্মী উভয়ের জন্য আর্থিক সুফল।
অফিস দালান নেয়া , সাজানি খুব মুল্যের , দরকার কি? সময় বাচে , পরিবহন খরচ বাচে।
পরিবেশ বাচে। যান বাহন , জন চলাচল , ভিড় , জ্যাম।কালো ধোঁয়া ।
অনেকেই সে দিকে যাচ্ছেন কো ভি ড উত্তর কালে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়