ডেস্ক

Published:
2021-05-03 14:21:19 BdST

’পশ্চিমবঙ্গের নির্বাচনে ‘আইডিয়া অব ইন্ডিয়া’ বিজয়ী হয়েছে'


শওগাত ‘আলী সাগর
সিনিয়র সাংবাদিক
--------------------------------

’পশ্চিমবঙ্গের নির্বাচনে ‘আইডিয়া অব ইন্ডিয়া’ বিজয়ী হয়েছে’- কথাটা নিয়ে অনেকক্ষণ ভাবলাম। ‘আইডিয়া অব ইন্ডিয়া’র মানে কি? পশ্চিমবঙ্গের নির্বাচনে জনগন কি তা হলে ভারতকে ভোট দিয়েছে? বাম, ডান, কংগ্রেস, বিজেপি, তুণমূল নয়- ভারতকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ! কথাটা সারাক্ষণ মাথায় ঘুরপাক খেতে থাকে।
ভারতের বাইরে যখন কোনো ভারতীয়র সঙ্গে দেখা হয়, কখনোই বিজেপি, কংগ্রেসওয়ালা ভারতীয়কে পাওয়া যায় না। পুরোপুরি ভারতীয়, যাকে বলে ইন্ডিয়ানই পাওয়া যায়। পশ্চিমবঙ্গের নির্বাচনে তা হলে যে ‘আইডিয়া অব ইন্ডিয়ার’ বিজয়ের কথা বলা হচ্ছে- সেটি কি সেই সাধারন ইন্ডিয়ানের বিজয়ের কথাই বলা হচ্ছে!
ধর্ম, আঞ্চলিকতার বিপরীতে বহুত্ববাদের ভারতের পক্ষেই কি পশ্চিমবঙ্গের মানুষ তাদের মতামত দিয়েছে! কেন্দ্রের সর্বময় ক্ষমতাকেন্দ্রের কোথাও একটা যতি চিহ্ন,ভারসাম্য থাকা দরকার, সেই বার্তাও কি দিয়েছে- এই নির্বাচন! জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়