Dr. Aminul Islam

Published:
2020-11-19 19:08:16 BdST

ঈগল ও কাকের লড়াই এবং পরিনতি বয়ান করলেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী


 


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী 
_____________________

প্রচলিত গল্প কাক এমন পাখি যে ঈগলের ঘাড়ের উপর বসে তাকে ঠোকরিয়ে , বিরক্ত করে । সে সাহস অন্য পাখির নাই ,। কিন্তু ঈগল কাকের সাথে লড়াই করে , তাকে মেরে সময় আর শক্তি অপচয় করে না ।
ঈগল যা করে তা হল সে কেবল উপরে উঠতে থাকে । বেশি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারনে ঈগলের প্রচণ্ড গতির কারনে কাক দুর্বল হয়ে ঈগলের ঘাড় থেকে পড়ে যায় ।
জীবনে এরকম কত ঠোক্কর খাবেন অনেক কাক পিছে লাগবে । জীবন অতিষ্ঠ করে তুলবে কিন্তু এদের পিছনে লেগেও সময় অপচয় করা যাবে না।
বাড়ান কাজের গতি কাজের গতির সাথে তাল মিলাতে না পেরে কাকরা ঝরে যাবে ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়