Dr. Aminul Islam

Published:
2020-08-13 01:48:11 BdST

ভারতবর্ষে বাবার সম্পত্তিতে পুত্র কন্যা সমান ভাগ : সুপ্রিম কোর্ট


 

ডেস্ক / ডা . আমিনুল ইসলাম
____________________

ভারতবর্ষে ঐতিহাসিক রায় দিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া।
অবিভক্ত সনাতন পরিবারের পিতা সহ উত্তরাধিকারের সম্পত্তিতে মেয়েদের পক্ষে সমান অধিকারের রায় দিয়েছেন তারা ।মহাবিচারকরা জানান, বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার থাকবে।

মঙ্গলবার বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

২০০৫ সালের হিন্দু উত্তরাধিকারী (সংশোধিত) আইন অনুযায়ী, বাবার সম্পত্তিতে মেয়েদের স্বীকৃত অধিকার থাকবে। অর্থাৎ সম্পত্তিতে ছেলে ও মেয়ে একই অধিকার ভোগ করবেন। আগে বাবা মারা গেলেও ছেলে ও মেয়ের জন্য সমান অধিকার প্রযোজ্য হবে।

ভারতের সুপ্রিম কোর্টের ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর রায় দিয়েছিলেন, যদি বাবা এবং মেয়ে দুজনই জীবিত থাকেন তাহলে বাবার সম্পত্তিতে মেয়ের স্বীকৃত অধিকার থাকবে। একই দিনে সংশোধিত হিন্দু উত্তরাধিকারী আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়।

সংশোধিত আইনে আগে যদি মেয়ে মারা যান, তাহলে তার সন্তান সম্পত্তির অধিকার ভোগ করতে পারবে।

রায় শেষে বিচারপতি অরুণ মিশ্র বলেন, ‘এক মেয়ে সারাজীবনের। একবার যে মেয়ে (হয়), সে সারাজীবনের মেয়ে (হয়)।’

এ ছাড়াও, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় যেসব মামলা বিভিন্ন আদালতে ঝুলে আছে, সেগুলোও ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়