SAHA ANTOR

Published:
2020-07-29 17:02:52 BdST

এক গেরস্ত আর চোরের গল্প এবং বর্তমান করোনা পরিস্থিতি


 

ডা. সুরেশ তুলসান

______________________

একদা এক গেরস্ত থানায় এলো অভিযোগ লেখাতে।
তার অভিযোগ তার বাড়িতে এতো বড়ো একটা চুরি হয়ে গেলো আর পুলিশ কিছুই করতে পারলো না।
পুলিশ তাকে জিজ্ঞাসা করলো, তোমার বাড়িতে যে চোর এলো তখন তুমি আগে টের পাওনি ?
উত্তর - পেয়েছিলাম হুজুর, চোর সবে যখন সিঁধ কাটা শুরু করে তখনই টের পেয়েছিলাম।
কিন্তু আমি ভাবলাম দেখিনা ব্যাটা করে কি ?
পুলিশ - তারপর তুমি কি করলে ?
গেরস্ত - তারপর চোর ঘরে ঢুকে আমার বালিশের নিচ থেকে চাবি নিয়ে আলমারিটা দিব্যি খুলে ফেললো ?
পুলিশ - তারপর ?
গেরস্ত - আমি তখনও ভাবলাম, দেখিনা ব্যাটা কি করে ?
পুলিশ - তারপর ?
গেরস্ত - তারপর চোর ব্যাটা আলমারি থেকে সমস্ত টাকা পয়সা, গয়না গাঁতি কাপড়ে বেঁধে একটা পোটলা বানিয়ে ঘাড়ে চাপিয়ে সিঁধকাটা সুরংগ দিয়ে ফুৎ করে বের হয়ে গেলো আমি নতুন করে কিছু ভাবার আগেই।
তাই আপনার কাছে চুরির অভিযোগ নিয়ে আসা, এই আরকি ?
পুলিশ তখন বোকা গেরস্তকে আদরের সুরে বললো " বাড়িতে যেয়ে ভাবতে থাকো যে, চোর তোমার বাড়ি থেকে চুরি করা টাকা পয়সা, গয়না গাঁতি দিয়ে কি কি করবে, কোথায় বেচবে ইত্যাদি ? "
আর শোন, পরেরবার যখন চোরের আসা টের পাবে, তখন কিন্ত কোন কিছু ভাবার আগেই থানায় এসে জানাবে।

আমরা কিন্তু করোনা বা কোভিড - ১৯ নামক চোরের দ্বারা আমাদের ঘরের সিঁধ কাটার আওয়াজ অনেক আগেই পেয়েছিলাম,

আমরা কি খুউব বেশি ভেবে ফেলেছিলাম, দেখিনা আর একটু, করোনা কি করে আর কি করেনা ?

ভাবতে ভাবতে আমরা কি খুউব বেশি দেরি করে ফেলেছি ?
______________________
ডা. সুরেশ তুলসান
সহকারী অধ্যাপক
কুষ্টিয়া মেডিকেল কলেজ

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়