Dr. Aminul Islam

Published:
2020-06-03 14:11:51 BdST

“ জাতির মেরুদন্ড: সামনে ঘোর অমাবস্যা..”




অম্লান দেওয়ান
বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক
বহুভাষাবিদ
_______________________

বিশ্ববিদ্যালয় জীবনের মেধাবী বন্ধু চিকিৎসক ডা: রিয়াশাত আলম মেসেনজারে একটি ক্লিপ পাঠিয়েছেন। গত রোববার মাছরাঙা টেলিভিশনে প্রচারিত নিউজের একটি ভিডিও ক্লিপ। আমার বন্ধু ক্লিপটির সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন: “ জাতির মেরুদন্ড: সামনে ঘোর অমাবস্যা..”

মনোযোগ দিয়ে নিউজটি দেখলাম ও শুনলাম। প্রথমে বিশ্বাস করতে চাইনি। আবারো দেখলাম। মন দিয়ে শুনলাম। এবার শুরু হলো আমার বিস্ময়ের পালা..আমি রীতিমতো হতবাক।।

গত রোববার প্রকাশিত এস এস সি পরীক্ষার ফলাফলে জিপিও ফাইভ পাওয়া ৬ জন ছাত্র ছাত্রীর সাক্ষাতকারের ভিত্তিতে নিউজটি করা হয়েছে। ভালো ফলের সর্বোচচ মাপকাঠি জিপিএ ফাইভ যারা পায় তাদের মান আসলে কতটুকু-এর জবাব খুজতে তাদের কিছু প্রশ্ন করা হয়।

যারা নিউজটি দেখেননি তাদের জন্য প্রশ্নোত্তরগুলো নিচে তুলে দেওয়া হলো:
সাংবাদিকের প্রশ্ন: জিপিএ-এটার পূর্ণাঙ্গ রূপ কী?
জিপিএ ফাইভ পাওয়া ১ম ছাত্র: জানিনা
২য় ছাত্র: মনে পড়ছে না
৩য় ছাত্র: জিপিএ? গ্রেটিং পয়েন্ট..

সাংবাদিকের প্রশ্ন: এস. এস. সি-এটার পূর্ণাঙ্গ রূপ কী?
জিপিএ ফাইভ পাওয়া ছাত্রী: এখন মনে পড়তেছে না..
২য় ছাত্র: জুনিয়র স্কুল সার্টিফিকেট
৩য় ছাত্র: স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট

এবার সাংবাদিকের প্রশ্ন: ” আমি জিপিএ ৫ পেয়েছি-এটা ইংরেজিতে কী হবে?
জিপিএ ৫ পাওয়া ১ম ছাত্রের উত্তর: আই অ্যাম জিপিএ ফাইভ
২য় ছাত্র: আই গিভ এ জিপিএ ফাইভ
৩য় ছাত্র: আই গেট জিপিএ ফাইভ
৪র্থ ছাত্র: (কিছুক্ষন চুপ থেকে)..পারতেছি না..

এরপর এসব ছাত্র ছাত্রীদেরকে করা হয় অতি সাধারন কিছু প্রশ্ন...
প্রশ্ন: শহীদ মিনার কোথায়?
ছাত্র: সঠিক জানিনা
প্রশ্ন: অপারেশন সার্চলাইট-এটা কী?
১ম ছাত্র: জানিনা
২য় ছাত্রী: অপারেশন করার সময় যে লাইট ইউজ করা হয়..

পরবর্তী প্রশ্ন: শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
১ম ছাত্রের উত্তর: (চিন্তা করে..) শহীদ বুদ্ধি দিবস?...জানিনা
২য় ছাত্র: ১৭ আগস্ট
৩য় ছাত্র: ১০ ডিসেম্বর

প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
১ম ছাত্রের উত্তর: (মাটির দিকে তাকিয়ে)..জানিনা

প্রশ্ন: স্বাধীনতা দিবস কত তারিখে?
উত্তর: স্বাধীনতা দিবস? ১৬ ডিসেম্বর..

প্রশ্ন: বিজয় দিবস কবে?
উত্তর: বিজয় দিবস হচ্ছে..২৬ ডিসেম্বর

প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধ কোথায়?
উত্তর: জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে.. এটা জানিনা..

প্রশ্ন: রণসংগীত কে রচনা করেছেন?
১ম ছাত্রের উত্তর: পারিনা
২য় ছাত্রীর উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম

প্রশ্ন: মাউন্ট এভারেস্ট কোথায়?
উত্তর: ইংল্যান্ডে

প্রশ্ন: তুমি সায়েন্সে পড়েছো..বলতো পিথাগোরাস কে?
উত্তর: একজন উপন্যাসিক!

প্রশ্ন: নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত?
উত্তর: এটাতো পড়িনি

প্রশ্ন: আইনস্টাইনের কোন তত্ত্ব কি তোমাদের পড়িয়েছে?
ছাত্রীর উত্তর: নিউটনের পড়ছি..কিন্তু আইনস্টানেরটা পড়িনাই..

প্রশ্ন: নিউটনের তত্ত্বটার নাম কি?
ছাত্রী: নিশ্চুপ
২য় ছাত্র: গাছ থেকে যে আপেল পড়ার ঘটনা..সেটা

প্রশ্ন: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উত্তর: দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম? (অনেকক্ষন চিন্তা করে)..জানিনা
২য় ছাত্রের উত্তর: নাম হচ্ছে..উমমমমমম...

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিলো?
উত্তর: নয়টি

প্রশ্ন: নেপালের রাজধানী কোথায়?
উত্তর: নেপচুন

প্রিয়  বন্ধুগন.. এবার আপনারাই বলুন কোন পথে যাচ্ছে আমাদের মেধাবী প্রজন্ম? নো কমেন্টস... ?

______________________________________

AD....

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়