ডাক্তার প্রতিদিন

Published:
2020-05-18 19:00:30 BdST

নতুন আশা: করোনা অবরোধী হাতিয়ার ও কোভিড ১৯ টিকা


 


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
______________________

আমেরিকা ভিত্তিক সরেনটো থেরাপিউ টিকস ল্যাবরে টরি পরীক্ষায় তারা দেখেছেন একটি বিশেষ এন্টিবডি সুস্থ কোষে SARS CoV 2 সংক্রমণ সম্পূর্ণ রোধ করতে সক্ষম ।
গত শুক্রবার ফলাফলে দেখা গেছে সরেনটো র এনটি SARS CoV 2 এন্টিবডি ,STI 1499 নিম্ন মাত্রায় সম্পূর্ণ প্রশমিত করেছে এর সংক্রমণ ক্ষমতা । এতে এর ব্যাপারে আরও পরীক্ষা নিরীক্ষার দ্বার উন্মোচিত হল। STI 1499 হল সম্ভাব্য শক্তিশালী এন্টিবডি ড্রাগ , এর আছে সম্ভাব্য অসাধারন থেরাপিউটিক সম্ভাবনা । উদ্ভাবন করেছেন যে প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সেই কোম্পানির কর্তারা প্রয়োজনীয় অনুমোদন আর জনগণের কাছে একে পৌঁছে দেবার কাজে নিয়জিত । সরেনটো র লক্ষ্য এমন এন্টিবডি ককটেল উৎপন্ন দ্রব্য প্রস্তুত করা যা করোনা সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা বর্ম হিসাবে কাজ করবে যা ভাইরাসের মিউ টে শন হলেও থাকে কার্যকর ।
কোটি কোটি এন্টিবডির মধ্যে বেছে নেয়া এক ডজন এন্টিবডির ক্ষমতা আছে SARS COV2 Spike protein এর SI Subunit এর সাথে আবদ্ধ হবার আর এই প্রোটিন এর সাথে মানব কোষের এন জিও টেন সিন কনভার টিং এন জাইম ২ (ACE2) এর প্রতিক্রিয়া হয় আর এতে ভাইরাসের মানব দেহে প্রবেশের যাত্রা সুগম হয় । এই এন্টিবডি করোনার স্পাইক প্রোটিনের এস আই ২ ইউনিটের সাথে
এ সি ই ২ এন জাইমের মিথস্ক্রিয়া রোধ করে আর এভাবে ভাইরাস সংক্রমণ রুখে দেয় ।
এখন অপেক্ষা STI 1499 এন্টিবডি নিয়ে হয়ত এ হতে পারে নতুন আশার আলো ।
___________

কো ভি ড ১৯ টিকা আশার আলো

সেদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক বলেন নভেল করোনা ভাইরাসের টিকা আবিষ্কারে নিয়োজিত আছেন শীর্ষ স্থানীয় ৮-১০টি বিজ্ঞানী দল । সম্ভাব্য ১০০ টি গ্রুপের মধ্যে বাছাই এই ৮/১০ টি দল
দু মাস আগে এমন ধারনা ছিলও এতে লাগবে ১২ -১৮ মাস কিন্তু প্রচেষ্টা ত্ব রা এসেছে , এক হপ্তা আগে গবেষণা , টেস্টিং আর চিকিৎসার
জন্য ৪০ টি দেশের , সংস্থার , ব্যাঙ্কের ৮ বিলিওন ইউরো দেবার প্রতিশ্রুতি আশার সঞ্চার করেছে । টিকা আবিষ্কার , প্রচুর উৎপাদন আর বিতরনের জন্য আরও অর্থ সাহায্য লাগবে , যথেষ্ট উৎপাদন করতে হবে যাতে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে তা পৌছায় । শীর্ষ যে বিজ্ঞানী দল যারা নির্ভর যোগ্য টিকা আনবে এদের নাম উল্লেখ করেন নি মহা পরিচালক । ৪০০ বিজ্ঞানীর একটি কন্সরটিইয়াম টিকা উদ্ভাবন , আর ডায়েগনসটিকস এ রত।
করোনা ভয়ংকর ছোঁয়াচে আর এটি ঘা তক / পশ্চিম ইউরোপে সঙ্ক্রমন কমতে থাকলেও বাড়ছে পূর্ব ইউরোপ , দক্ষিণ পূর্ব এসিয়া , আফ্রিকা পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চল আর অন্যান্য অঞ্চলে । মহাপরিচালক বলেন করোনা আমাদের জন্য এনেছে বেদনাদায়ক শিক্ষা ঃ শক্তি শালী জাতীয় আর আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থার তাগিদ
এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে ৫ বিলিয়ন লোক কিছু অতি আবশ্যকিয় ব্যবস্থার আওতায় আসবেনা যেমন স্বাস্থ্য কর্মীর সাথে সাক্ষাৎ , আবশ্যকীয় ওষুধ আর হাসপাতালে ধারা জল সরবরাহ
বিশ্ব স্বাস্থ্য খাতে প্রতি বছর ব্যয় করে ৭.৫ ট্রিলিয়ন ডলার , বৈশ্বিক জি ডি পির ১০ শতাংশ তবে এই অর্থের শ্রেষ্ঠ বিনিয়োগ হওয়া উচিত প্রাথমিক স্বাস্থ্য সেবা পর্যায়ে স্বাস্থ্য প্রবরধন , উন্নয়ন আর প্রতিরোধ যা অসংখ্য মানুষের জীবন বাচাবে আর স্বাস্থ্য ব্যয় কমবে । অগ্রাধিকার পাবে সবচেয়ে ভঙ্গুর দেশ আর জন গোষ্ঠী ।
_______________

করোনার বিরুদ্ধে গৃহীত বিধি শিথিল খুব আগে করার ব্যাপারে সতর্ক বানী শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের
আমেরিকান সরকারের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ এন্থনি ফসি বলছিলেন সম্প্রতি ঃ অর্থনৈতিক কর্ম কাণ্ড খুব বেশি আগে খোলা । ঘরে থাকার বিধি সময়ের আগে তুলে নেওয়া এমন সঙ্ক্রমনের উদ্ভব ঘটাতে পারে যা নিয়ন্ত্রন সাধ্য নাও হতে পারে ।
সামাজিক বিধি নিষেধ আগে ভাগে তুলে নিলে কিছু দুর্ভোগ আর মৃত্যু ঘটতে পারে যা এড়ানো যেত এমন কি অর্থনীতির পুনঃ উত্থানের যে প্রচেষ্টার পথ তা মুখ থুবড়ে পড়তে পারে ।
_______
যে সব জিনিষ সেকেন্ড হ্যান্ড কেনা উচিত নয়
১। বাচ্চাদের জিনিষ পত্র আর খেলনা
২। কার সিট
৩। ধূমপায়ী লোকের ব্যবহৃত জিনিষ পত্র (Danger of third hand smoke)
৪। বাচ্চার ঘের দেয়া শয্যা
৫। সট্রলার আর হাই চেয়ার
৬। মেক আপ কিট \
৭। হেম লে ট
৮। স্নানের পোশাক আর অন্তর্বাস
৯। পুরানো টায়ার

কি করবেন
১। কাপড় লিনেন ধুবেন আর শুকাবেন
২। হ্যালজেন বাতির যেন ঢাকনা থাকে
৩। আসবাব পত্রে ছারপোকা আছে কিনা দেখা
৪। আপনার কোন কিছুতে এলারজি আছে কিনা জানুন
৫। হেয়ার ড্রায়ারের প্লাগ চেক করেন

AD..

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়