ডাক্তার প্রতিদিন

Published:
2020-05-17 18:28:03 BdST

" গান যত সহজ হবে তত মধুর হবে"


 

ডা. গুলজার হোসেন উজ্জ্বল
রক্তরোগ বিশেষজ্ঞ
প্রখ্যাত সঙ্গীতশিল্পী
__________________________
আজাদ রহমান স্যারকে নিয়ে দুটো কথা বলার ছিল। স্মৃতি চারণ। চলেই তো গেলেন। এত বড়মাপের সংগীতজ্ঞ এই দেশে খুব কম এসেছেন।

বছর ছয় কি সাতেক আগে হবে। বাংলাদেশ বেতারের জন্য ঈদুল আযহা উপলক্ষে একটি বিশেষ গান তিনি সুর করলেন। গানটি গাইবার জন্য আমাকে ডাকা হলো। উনি চাচ্ছিলেন একেবারেই নতুন একটি কন্ঠ।

তখনো গানবাজনা এত গুরুত্ব দিয়ে করতাম না। এক দৌড়ে গেছি। গান শুনে,তুলে, গেয়ে দিয়েছি। খুব কম সময় লেগেছিলো। উনি খুব খুশি। তারপর অল্প কিছু কথা বললেন। সেগুলো বললে নিজের প্রশংসা হয় বলে বললাম না। কিছু উপদেশ মনে আছে। বারবার বলছিলেন " খুব সহজ করে গাইবে। অত কাজ দেবার দরকার নেই। গান যত সহজ, তত মধুর হয়। তত শ্রোতার কানে পৌঁছে। আমি বলেছিলাম " স্যার সহজ করে গাওয়াটাই যে কঠিন"।

ছবি তুললাম। উনি কার্ড দিলেন। আর বললেন তুমি কিন্তু বাসায় এসো।

বাসায় এসে আব্বাকে বললাম আজাদ রহমানের সুরে ও সংগীত পরিচালনায় একটা গান করে আসলাম। আব্বা বললেন "তোর তো অনেক সৌভাগ্য। "
আমি বললাম বাসায় যাইতে বলছেন। অনেক প্রশংসাও করছেন। আব্বা বললেন "অবশ্যই যাবি। উনি অনেক বড় মাপের মানুষ"। আম্মা শুনে নিজেই গাইলেন "ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়"।

মাথায় তখন মেডিকেলের পোস্ট গ্রাজুয়েশন। প্রথম পর্বও শেষ হয়নি। পাগল পাগল অবস্থা।

অনেক পরে যখন গানে একটু মন দিলাম আজাদ স্যারের কথা কানে বাজতো " গান যত সহজ হবে তত মধুর হবে"।

আজাদ রহমান এমন একজন সংগীতজ্ঞ যিনি একাধারে সংগীত তাত্ত্বিক, উচ্চাংগসংগীত গুরু, গায়ক, সিনেমার সংগীত পরিচালক এবং প্লেব্যাক সিংগার হিসেবেও সফল। বাংলাদেশে এরকম বিরল।

আজাদ স্যারের সুর ও কন্ঠে গাওয়া " ভালবাসার মূল্য কত " গানটি আমার চিরকালের প্রিয় গান হিসেবে জায়গা করে নিয়েছে। সুযোগ পেলেই গুন গুন করে গাই। কত সহজ গান। কিন্তু সুর ধরে রাখা কি কঠিন!

AD..

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়