Ameen Qudir

Published:
2020-04-07 14:58:38 BdST

করোনায় বাবা হারা শোকার্ত সন্তানের আহবান: "সবাইকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি"


 

ডেস্ক
_____________________

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার মহাপ্রয়াণের পর তার শোকার্ত সন্তান অশ্রু সজল চিত্তে লিখেছেন এক শোকবাণী। বাবার শোক নিয়ে বিষন্ন হৃদয়ে তিনি সাবধান ও সচেতন করতে চেয়েছেন বাংলাদেশের মানুষকে । তিনি বলেন,

আমার বাবা জীবিকার তাগিদে সরকারি আদেশ না আসা পর্যন্ত ২২শে মার্চ পর্যন্ত অফিস করেছিলেন, তারপর থেকে তিনি বাসাতেই ছিলেন, কিন্তু তবুও রক্ষা পাননি।

তাই এখনও যারা ঘরে থাকার বিধিনিষেধ মানছেন না, তাদের সবাইকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে চাই না বর্তমানে এই মূহুর্তে আমার এবং আমার পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে, সেটা আমার শত্রুকেও মোকাবেলা করতে হোক।

বাবার করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার পর থেকেই আমি ও মা কোয়ারেন্টিনে আছি।

সেল্ফ আইসোলেশনের কারণে না বাবার জানাজার অংশ হতে পেরেছি, না উনাকে কবর দেওয়ার অংশ হতে পেরেছি, এর চেয়ে কঠিন কিছু আর নেই। উনাকে আজ ৪টার দিকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

আমি উনার একমাত্র সন্তান ছিলাম, আমার কোনো ভাই-বোন নেই। আমি এবং আমার আম্মু দুইজনই পরিপূর্ণ রূপে সুস্থ আছি। আমরা গত ৭ দিন ধরে দুজনই সেল্ফ আইসোলেশনে আছি, কোন হাসপাতালে না। আমাদের দুইজনকে আরও ৭ দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।

উনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়