Ameen Qudir

Published:
2017-01-10 18:40:55 BdST

'ডাক্তাররাও নগদ টাকা নিয়ে পচা কোম্পানির ওষুধ লেখেন '


 

 

সুজন ভট্টাচার্য
_____________________

যখন ডাক্তার সাহেবরা ফি নিয়ে ব্যবস্থাপত্রে নিম্নমানের কোম্পানির ঔষধ লিখেন; তখন কি হয়?

বিক্রয় প্রতিনিধি রা প্রতি নিয়ত যেভাবে ভিজিট করেন, ব্যবস্থপত্রের ছবি তোলেন; এটা অমার্জনীয় অপরাধ।

.সন্মানিত চিকিৎসকগণ কি এ সম্পর্কে অবহিত নন। আমি জানি আমাদের সমাজে এমন চিকিৎসক আছেন যারা শুধু মাত্র সেম্পল বা উপঢৌকন নয় নগদ প্রাপ্তিকেই প্রাধান্য দেন। আর ফালতু কোম্পানি এ সুযোগে তাদের ঔষধ লিখিয়ে নেয়।

জেনেরিক নাম থাকলে এ অসুবিধা থাকবে না। রোগী তার পছন্দ মত কোম্পানির ঔষধ খাবে। তবে এক্ষেত্রে অশিক্ষিত, গ্রামের বয়স্ক মানুষেরা কিছুটা প্রতারিত হবে।


ভালো খারাপ সব পেশায় আছে, তবে আমাদের দেশের মানুষরা একজন চিকিৎসক কে এখনো ঈশ্বরের সমতুল্য মনে করে।

আমি এমনও দেখেছি কুমিল্লায় ডাক্তারের লিখা একটি অখ্যাত কোম্পানির ঔষধ চট্টগ্রাম শহরে খুঁজতে খুঁজতে রোগীর দিন শেষ। পরিশেষে একটি কথাই বলব এখনো আমাদের সমাজের সবচেয়ে মেধাবীরাই চিকিৎসা পেশায় যায়। একজন চিকিৎসক গড়ে তুলতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের অবদান অনেক বেশী । .তাই রিটার্নের এর ক্ষেত্রেও অন্য প্রফেশনালদের চেয়েও চিকিৎসক দের নিকট আমাদের প্রত্যাশা অনেক বেশী ।
___________________________________

লেখক সুজন ভট্টাচার্য । Ministry of Posts and Telecommunications এ কর্মরত।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়