Ameen Qudir

Published:
2020-01-17 00:43:49 BdST

কন্যাসন্তানে বাবার আয়ু বাড়ে: দুই কন্যা, আরও আয়ু


 

 
ডেস্ক
_________________

কন্যাসন্তানের বাবারা দীর্ঘায়ুর অধিকারী হয়ে থাকেন। দুই কন্যা থাকলে আরও বেশি বছর বাঁচেন। এক গবেষণায় এমনি তথ্য জানানো হয়েছে। পোল্যান্ডের জাজিলোলোনিয়ান বিশ্ববিদ্যালয়ে এ গবেষণা চালানো হয়।

গবেষণার তথ্যমতে, ছেলেসন্তানের বাবাদের ওপর কোনো ধরনের প্রভাব পড়েনি। তবে যাদের কন্যা রয়েছে, তারা দীর্ঘায়ু হয়েছেন।

গবেষণায় কারণ হিসেবে বলা হয়েছে, কন্যাসন্তান বাবার জন্য বেশি আনন্দ নিয়ে আসে। আর এতেই বাবার আয়ু বাড়িয়ে দেয়। প্রতিটি কন্যাসন্তানের জন্য ৭৪ সপ্তাহ বা ৫১৮ দিন বা প্রায় দুই বছর বেশি বাঁচেন। তবে দুইয়ের অধিক সন্তান হলে এই তত্ত্ব খাটবে না।

সন্তান জন্মের সময় পিতার স্বাস্থ্য এবং শরীর কীভাবে প্রভাবিত হয় তা নিয়ে গবেষণা চালানো হয়েছে। গবেষণায় এসব তথ্য জানা গেছে।

চার হাজার ৩১০ জনেরও বেশি লোকের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়, যার মধ্যে দুই হাজার ১৭৭ জন মা ও দুই হাজার ১৬৩ জন বাবা ছিলেন। তবে অন্য এক গবেষণায় দেখা গেছে, যাদের সন্তান নেই, তাদের থেকে যাদের সন্তান রয়েছে, সেই দম্পতি বেশি দিন বাঁচে।

তথ্য ও অনুবাদ : দৈনিক বর্তমান, কলকাতা।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়