Ameen Qudir

Published:
2020-01-03 08:14:19 BdST

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট নিবন্ধন পেল সমাজসেবা অধিদপ্তরের



ডেস্ক

বাংলাদেশের সাইকিয়াট্রিস্টদের প্রাণ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট : বিএপি সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেয়েছে । ৩১ ডিসেম্বর ২০১৯ সমাজসেবা কার্যালয় থেকে এই নিবন্ধন দেওয়া হয়। যার নিবন্ধন নং: ঢ-০৯৭৯৭।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর প্রতিষ্ঠা ১৯৮৫ সালে। ১৯৯৩ সালে রেজিস্ট্রেশন এর জন্য প্রক্রিয়া শুরু হয়।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী মিডিয়াকে জানান, সরকারি কিছু নিয়মনীতির কারণে কোনো সংগঠনের নামের সাথে বাংলাদেশ শব্দটি যুক্ত থাকলে তাদের শাখা সংগঠন থাকতে হয়, এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেসব করতে একটু সময় লেগেছে।
তিনি বলেন, রেজিস্ট্রেশন না থাকায় বিভিন্ন সহযোগিতা পেতে যেকোনো সংগঠনের জন্য অসুবিধা হয়। আমরাও এরকম অনেক অসুবিধার মুখোমুখি হয়েছি। এবার নিবন্ধিত হওয়ায় সহজেই সহযোগিতা পাবো । সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়