Ameen Qudir

Published:
2020-01-03 07:51:50 BdST

নন ক্যাডার থেকে নিয়োগ পাচ্ছেন ৮৫০ ডাক্তার



ডেস্ক
________________________


চিকিৎসকদের বিশেষ বিসিএস ৩৯ তম থেকে নন ক্যাডার  চাহিদা তালিকা থেকে ৮৫০ জন চিকিৎসক পাচ্ছেন।

সূত্র জানায়, দুটি থেকে ৩৫০ জন ও ৫০০ চিকিৎসক নিয়োগের জন্য শূন্য পদের চাহিদা তালিকা পাওয়া গেছে। মোট ৮৫০ জনের ওই এই তালিকা পিএসসিতে এসেছে। নন ক্যাডার থেকে তাদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।


২০১৮ সালে ১০ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয়, শেষ হয় ৩০ এপ্রিল। পরে ওই বছরের ৩ আগস্ট এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে ৩৭ হাজার ৫৮৩ জন অংশ নেন। পরীক্ষায় পাস করেন মোট ১৩ হাজার ৭৫০ জন চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ চিকিৎসক ও ৫৩১ জন সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হন। ৩৯তম বিশেষ বিসিএসে পিএসসি থেকে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়। এরপরই ৩৯তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার ৮ হাজার ৩৬০ জনের নাম ঘোষণা করা হয়।


৩৯তম বিসিএসে ৪ হাজার ৪৪৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৮ ডিসেম্বর তাঁরা যোগদান করেছেন। পরে তাদের দেশের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।

তথ্য সৌজন্য প্রথম আলো।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়