Ameen Qudir

Published:
2019-12-03 23:37:31 BdST

দশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ


 

 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের পথিকৃৎ
________________________________


দশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ
১। পেনিসিলিন । প্রথম এনটিবায়টিক যা রোগ জীবাণুর বিরুদ্ধে প্রথম হাতিয়ার হিসাবে আবির্ভূত ।
২। ইনসুলিন প্রথম হরমোন থেরাপি
৩। বসন্তের টিকা , পোলিওর টিকা
৪। ইথার ঃ আধুনিক সার্জারির সুচনায়
৫। মরফিন বেদনার নীল দিগন্তে আশার আলো
৬। এস্পিরিন যা মাথা ধরার ওষুধই নয় , এরও বেশি
৭। সাল্ভারসান লালসার নিরাময় । সিফিলিস যার কাছে হার মানে ।
৮। মনোচিকিৎসার ওষুধ , ঝঞ্ঝা বিক্ষুব্ধ মনে শান্তির বারি । থরাজিন , হেল ডল দিয়ে ১৯৫০ এ শুরু
৯। জন্ম নিরোধক পিল ।
১০ হার্টের ওষুধ । লেনক্সিন আর লেসিক্স

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়