Ameen Qudir

Published:
2019-11-29 05:27:00 BdST

অ্যান্টিবায়োটিক গুড়া করে মহৌষধ বানিয়ে 'দারোগা লিয়াকত' জনপ্রিয় ভুয়া ডাক্তার



ডেস্ক
_____________________

বিভিন্ন কোম্পানির অ্যান্টিবায়োটিক জড়ো করে গুড়া করেন তিনি। তারপর নানারকম মহৌষধ তৈরি করেন এই মস্ত ব্যস্ত ভুয়া ডাক্তার। মলমও তৈরি করতেন তিনি। সে মলম ও অন্য ওষুধ পেয়েছিল মহা জনপ্রিয়তা। পিরোজপুরের ঘটনা। তাকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় শহরের গোডাউন রোড এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় ভুয়া চিকিৎসক লিয়াকত মোল্লাকে। স্থানীয়ভাবে তিনি দারোগা লিয়াকত নামেও পরিচিত।

অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ তৈরি করতেন লিয়াকত। বিভিন্ন এলোপ্যাথিক কোম্পানির অ্যান্টিবায়োটিক গুড়া করে নিজস্ব মলম বানিয়ে বিক্রি করতেন। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

অভিযানে ১ লাখ মলম তৈরির কৌটা, ২ ড্রাম ভেজাল মলম, ভেজাল দাঁতের মাজনসহ বিভিন্ন গাছের চামড়া জব্দ করা হয়।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়