Ameen Qudir

Published:
2019-11-16 23:37:41 BdST

পারিপার্শ্বিক চাপ এবং ডাক্তারি পেশা



ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল

_________________________

ডাক্তারি পেশা আমার দৃষ্টিতে সেরা পেশা। অনেক মানুষকে সরাসরি এখানে উপকার করা সম্ভব। তবে এই পেশাতে প্রচুর পড়াশোনা করতে হয়। ভাল চিকিৎসক হতে হলে সারাজীবন পড়াশোনার মধ্যেই থাকতে হয়। ইদানিং অনেকেই বাবা-মায়ের চাপে ডাক্তারিতে পড়তে আসছেন। তারা নানারকম সমস্যা অনুভব করছেন। পড়াশোনায় তেমন মন বসাতে পারছেন না। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছেন। একমাত্র যাদের আগ্রহ আছে আর প্রচুর পড়াশোনা করার মন মানসিকতা আছে তাদেরই কেবল এই পেশাতে আসা উচিত। একটা বিষয়ের উপর আগ্রহ না থাকলে বা ভালবাসা না থাকলে সেখানে ভাল কিছু করা প্রায় অসম্ভব। অভিভাবকরা অনেক সময় বুঝতেই পারেন না। সবার আগ্রহ অনুসারেই সেই বিষয়ে পড়া উচিত।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়