Ameen Qudir

Published:
2019-10-28 03:56:20 BdST

বিচারহীনতার সংস্কৃতি মুক্ত বাংলাদেশ চাই


ডাঃ শিরীন সাবিহা তন্বী
______________________

বিচার শব্দটার ভাব গাম্ভীর্যতা অনেক।আলোচিত লড়াকু কন্যা নুসরাত হত্যা মামলায় ১৬ জন আসামীর ফাঁসির আদেশ হয়েছে।
সাংবাদিক দের বরাতে উঠে আসছে ১৬ আসামীর অনেকের জীবনের জটিলতা, বাস্তবতা। করুন কাহিনী।
এই বিষয় টাই জরুরী।
বিচারহীনতার সংস্কৃতি শব্দটার আসল ওজন এবং ব্যথা এখানেই।
৩৪ দিন বয়সী কন্যা সন্তানের মা কামরুন নাহার মনি এই হত্যাকাণ্ডের একজন গুরুত্বপূর্ণ অংশীদার।তার ফাঁসির আদেশে মানবিক বোধ থেকে আপনি মর্মাহত। কিন্তু একবার ভাবুন।একজন নারী সন্তান ধারন করার পর ধর্মীয়, সামাজিক এবং চিকিৎসা শাস্ত্র তাকে সুচিন্তা করতে বলেন। ইবাদত, ধর্মীয় গ্রন্থ পাঠ,বাগান করা, ভালো বই পড়ার জন্য বলি আমরা। আর মনি পেটে সন্তান সহ নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে ওকে আগুনে পুড়িয়ে মেরেছেন।
ওকে মুক্তি দিলে প্রেগন্যান্সীতে অন্যায় করার সামাজিক বৈধতা জুটবে।
কিন্তু আসলে যেটা করতে হবে, তা হলো পুরো দেশব্যাপী সব মেয়ে দের জানাতে হবে ৩৪ দিনের কন্যা সন্তান জন্ম দিয়ে মনি আজ ফাঁসী তে ঝুলবে। পেটে সন্তান সহ তোমরা কেউ এমন অপরাধের অপরাধী হয়ো না।তার পরিনাম ভয়াবহ।
আজ ১৬ টা পরিবারের সব সদস্য, আত্মীয়, পরিজন সমাজে ঘৃনিত ।এই বার্তা টা প্রতি ঘরে পৌছে যাক।
অন্যায় করো না ।পরিবারের সদস্যদের অন্যায় থেকে রিরত রাখো।তবেই একদিন সত্যিকারের সোনার মানুষের সোনার বাংলাদেশ পাবো।
যে দেশের স্বপ্ন দেখে বুকের তাজা রক্তে বিশ্বের বুকে বঙ্গবন্ধু লিখে গিয়েছিলেন, বাংলাদেশ।।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়