Ameen Qudir

Published:
2019-09-03 06:53:50 BdST

"চিকিৎসকরাই একমাত্র প্রজাতি যাদের খুন করলেও কোন শাস্তি হয় না"


 

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
__________________________


ডাঃ দেবেন দত্ত। ৭৫ বছর বয়স। অবসর গ্রহণের পরেও রোজ আসতেন হাসপাতালে।

যোড়হাটের টিওক চা বাগানের হাসপাতাল। সেখানে চিকিৎসক কম, রোগী বেশী। তাই রোগী দরদী ডাক্তারবাবু চুপচাপ ঘরে বসে অবসর সময় কাটাতে চাননি। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতেন।

হাতে হাতে ফলও পেলেন। গতকাল এক অসুস্থ রোগীর মৃত্যুর প্রতিবাদে ডাক্তারবাবুকেই পিটিয়ে খুন করল পেশেন্ট পার্টি।

 

আপনারাও দেখুন। রক্তাক্ত ডাক্তার বাবুর শেষবারের জন্য নড়ে ওঠা দেখুন। তারপর গণশত্রু চিকিৎসকের মৃত্যুতে হাততালি দেবেন, চিকিৎসকদের কমিশন নিয়ে আলোচনা করবেন, নাকি দুফোঁটা চোখের জল ফেলবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যপার।

প্রতিবাদ করে কোনো লাভ নেই। এতদিনে সবাই জেনে গেছে চিকিৎসকরাই একমাত্র প্রজাতি যাদের খুন করলেও কোন শাস্তি হয় না।
__________________________

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
সুলেখক । কবি।
Diabetes & Endocrinology Consultant
M.D. at University of Madras । প্রাক্তন :
Calcutta National Medical College and Madras Medical College (MMC

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়