Ameen Qudir

Published:
2019-08-28 19:03:58 BdST

মহিলা ব্যাঙ্ক কর্মকর্তার হঠাৎ মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানালেন বিশেষজ্ঞ ডাক্তার


 


ডা. রুমী আহমেদ, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী

_____________________

ব্যাংকের মহিলার মৃত্যুর সিসিটিভি ভিডিওটা যে ভাইরাল হয়েছে তা আগ্রহ নিয়ে দেখলাম|

আগ্রহ ছিল দুটো কারণে

১. ভিডিও দেখে মৃত্যুর কারণটা ডায়াগনোসিস করার চেষ্টা করা

২. এই ধরণের মেডিকেল ইমার্জেন্সীর পর প্রফেশনাল রিসপন্স টা কি হয় এবং কত দ্রুত হয় তার একটা ধারণা করা |

প্রথমে দ্বিতীয় ব্যাপারটা নিয়ে বলি| এই ধরণের ব্যাংকে ভিতরে অনেক গিয়েছি| সিসিটিভি তেও দেখলাম| ব্যাঙ্কটার বাইরে গেটাপ, ভেতরের ডেকোরেশন, শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা, ডেস্ক, কম্পিউটার, কিউবিকল গুলোর মেইক আর ডিজাইন আমেরিকা বা জার্মানি অথবা পৃথিবীর যেকোনো উন্নত দেশের সমমানের বা ওদের চেয়ে ভালো| পুরো সেটাপ টা পুরো আন্তর্জাতিক মানের | কিন্তু একটা মানুষ যখন মৃত্যুর মুখে ঢলে পড়লো তখন ইমার্জেন্সি কেয়ার বলে যে কিছু একটা আছে সে মানুষ টা কিছুই পেলো না| বলা যায় বিনা চিকিৎসায় ই মারা গেলো | এই মৃত্যু আমাদের আবার দেখিয়ে গেলো আমাদের আর সব আন্তর্জাতিক মানের হলেও আমাদের
ইমারজেন্সী রেসপন্স বলে কিছুই নাই| আপনার নুতন মডেল লেক্সাস, আইফোন টেন এস - কিছুই কাজে আসবে না! আপনি আপনার বিশাল ৪ X ৪ নিয়ে সিলেট যাচ্ছেন , রাস্তায় আপনার গাড়ী দুর্ঘটনায় পড়লো; আপনার রক্তক্ষরন হচ্ছে | কিন্তু কোনো চিকিৎসা নেই দেশের মহাসড়ক গুলোর পাশে | টোটালি প্রিভেন্টেবল ডেথ, কিন্তু কিছু করার নেই - স্থানীয় পর্যায়ে যান বাহন ভাড়া করে ঢাকায় আনতে আনতে পার হয়ে গেছে ট্রমা কেয়ার এর গোল্ডেন হওয়ার| টোটালি প্রিভেন্টেবল ডেথ টা প্রিভেন্ট করা গেলো না ! ব্যাঙ্কক সিঙ্গাপুর মাদ্রাজ আপনার হাতের মুঠোয়, ক্যাশ আর ব্যাংক মিলে কোটি কোটি টাকা - কিন্তু একটা এক্সিডেন্টের ক্ষেত্রে, স্ট্রোকের ক্ষেত্রে এগুলো কোনো কাজেই আসবে না!

এবার প্রথম প্রশ্নে আসি| পত্রিকায় পড়লাম মহিলা মারা গেছেন | কি হচ্ছিলো ওনার? ওনার হিস্টোরি ফিজিক্যাল একজাম, সিমটম কিছুই জানি না| তবে সিসিটিভি তে যা দেখলাম - মহিলা কপালে হাত দিচ্ছিলেন আর পানি খাচ্ছিলেন উপুড় হয়ে ঢোলে পড়ার আগে|
এসব দেখে এবং মহিলার জেন্ডার আর বয়স বিবেচনায় আমার মনে হচ্ছিলো তার ব্রেইন এনিউরিজম রাপচার করে ম্যাসিভ সাব এরকোনোয়েড হেমোরেজ/ ব্রেইন হেমোরেজ/ম্যাসিভ ব্রেইন স্ট্রোক হয়েছে ! এটা কি হার্ট এটাক হতে পারে? পারে, অবশ্যই পারে | তবে এই বয়সের একটা মহিলার হার্ট এটাক এর সম্ভাবনা কম| আর ঢোলে পড়ার আগে মহিলার মনে হয় মাথা ব্যাথা হচ্ছিলো | হার্ট এটাক হলে শাঁস কষ্ট এর লক্ষণ দেখা যেত আর বুকে হাত দিতেন কপালে না |
হয়তোবা মহিলার অন্য কোনো সমস্যা ছিল যা আমরা জানি না | যাই হোক না - এই সিসিটিভির সুবাদে একটা ভয়ানক অসুখ এর এওয়ার্নেস হয়ে যাক মৃত্যুর কারণ এনিউরিজম হোক আর না হোক!

মনে রাখতে হবার ওয়ার্স্ট হেডেক ইন লাইফ রাপচার্ড এনিউরিজম আর সাব এরাকনয়েড হেমোরেজ এর প্রধান লক্ষণ |

প্রতিবছর পৃথিবীতে পাঁচ লক্ষ মানুষ মারা যায় রাপচার্ড এনিউরিজম আর সাব এরাকনয়েড হেমোরেজ এর কারণে| এই পাঁচ লক্ষর অর্ধেকের বেশী পঞ্চাশ অনুর্ধ মহিলা | এই সমস্যাটা অল্প কিছু ক্ষেত্রে বংশগত হতে পারে | সেকারণে যেসব মেয়ের মা বা দুজন আত্মীয় রাপচার্ড এনিউরিজম আর সাব এরাকনয়েড হেমোরেজ এর ভিকটিম, তাদের ও টেস্ট করে দেখা দরকার যে তাদের এনিউরিজম আছে কিনা |
____________________________

ডা. রুমী আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত চিকিৎসক। সুলেখক। সিএমসি২৮।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়