Ameen Qudir

Published:
2019-04-29 20:44:38 BdST

সুপারবাগে আক্রান্ত হলেই মৃত্যু নিশ্চিত কি?


 

সুপারবাগ: যেসব খাবারের মাধ্যমে মানবদেহে ঢুকছে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু: তার মধ্যে আছে ফার্ম চিকেনও। ছবি ফাইল।

 

 

ডা. অসিত বর্দ্ধন
_______________________________

সুপারবাগ ও আইসিইউ সংক্রান্ত
কয়েকদিন আগে ডাক্তারদের মধ্যে একটি সংবাদ নিয়ে বেশ আলোচনা হয়। ডাক্তার প্রতিদিন অনলাইন পত্রিকার সূত্র নীচে দিয়েছি। খবর ছিল যে সুপারবাগের কারণে ৯০০ রোগীর মধ্যে ৪০০ রোগী মারা যায়। এই খবর শুনে সবাই তারস্বরে চিৎকার করছেন, যৌক্তিক ভাবেই, যে এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমি এসব দাবির সাথে একমত, কিন্তু অন্য একটি প্রশ্ন মাথায় ঘুরছে। ৯০০ জনে ৪০০ জনের মৃত্যু মানে শতকরা ৪৫ জন। এটা অবিশ্বাস্য হার। আমেরিকায় এই হার ৯-১৬%। আরেকটি আইসিইউ প্রতিষ্ঠানের গবেষণা পত্রে হার ১৬% ।
তাহলে আমাদের সর্বচ্চ বিদ্যাপীঠে মৃত্যুর এই হার কেন, এটা জানা খুব জরুরি। এখানে মৃত্যুর হার এত বেশি হলে দেশের অন্যান্য আইসিইউ তে মৃত্যু হার কত?
এর পরের প্রশ্ন সুপারবাগে আক্রান্ত হলেই মৃত্যু নিশ্চিত কি? আইসিইউ তে কিছুদিন কাজ করেছি আয়ারল্যান্ডে। আমার অভিজ্ঞতা তো তা বলে না! তাহলে আমাদের আইসিইউএর সেবা নিয়ে আরও অনেক ভাবার সুযোগ আছে, উন্নতির সুযোগ আছে । দেশের সব আইসিইউ এর মর্টালিটি রেট প্রকাশ করা হোক।

বিএসএমএমইউ এ প্রসঙ্গে একটি গবেষণা উপস্থাপন করতে পারেন। যেখানে প্রথমে ঢাকার ও পরে দেশের সবগুলো জেলার আইসিইউ এর সংখ্যা , তাদের শয্যা সংখ্যা, গত বছরে ভর্তি হওয়া রোগীর সংখ্যা, রোগী মৃত্যুর সংখ্যা, মৃত্যুর কারণ, সংশ্লিষ্ট আইসিইউ বিশেষজ্ঞের নাম, যোগ্যতা , খন্ডকালিন বা পুর্নকালিন, প্রকৃত নার্সের সংখ্যা, ডিউটি ডাক্তারের সংখ্যা ইত্যাদি তথ্য সংগ্রহ করে উপস্থাপন করা। BDEMR তাদের সফটওয়্যারের মাধ্যমে এই গবেষণা স্পন্সর করতে আগ্রহী।

 

https://daktarprotidin.com/clinic-hospital/3847/%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%87%E0%A6%89-%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%AF%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80%E0%A6%B0-%E0%A7%AA%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC?fbclid=IwAR0xz_QM4noSQ32oragR_dEnG4OLhPH8mODEEHjB_lvPVLsWj03ihULuqTg


আমেরিকার সূত্র ঃhttps://healthpolicy.ucsf.edu/icu-outcomes?fbclid=IwAR0YaDgp7wSvGu5kaAGLbprNgnwja3_J3pv3PeflDu8CczvyChAgktuCu1E

গবেষণা পত্র file:///Users/macowner/Downloads/Case%20Mix%20Programme%20Summary%20Statistics%202015-16%20(1).pdf
______________________________

ডা. অসিত বর্দ্ধন । পাঠক ধন্য সুলেখক। তার তৈরী করা অ্যাপস ডাক্তারদের কল্যাণে এখন জনপ্রিয়।
কানাডায় কর্মরত এনেস্থেসিওলজিস্ট, BDEMR নামের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়