Ameen Qudir

Published:
2019-04-27 19:29:27 BdST

সরস রচনাসমস্ত চিকিৎসকরা খাতাকলম নিয়ে সেই সাংবাদিকের বাসায় যাবো 'সঠিক' চিকিৎসা শিখতে!


 

ডা. আতিকুজ্জামান ফিলিপ
___________________________


ওয়াসার পানি বিশুদ্ধ ও সুপেয় না হওয়া সত্ত্বেও ওয়াসার এমডি ওয়াসার পানিকে শতভাগ বিশুদ্ধ ও সুপেয় হিসেবে দাবি করেছিলেন!

এর প্রতিবাদে ভুক্তভোগী জনতা ওয়াসার বিশুদ্ধ(?!) পানি দিয়ে শরবত বানিয়ে ওয়াসার এমডিকে খাওয়াতে গিয়েছিলেন কিন্তু তিনি তা পান না করে ভয়ে পালিয়ে বেঁচেছেন!
তারমানে তিনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে ওয়াসার পানি সুপেয় তো নয়ই বিশুদ্ধও নয়!

টিনের চালে কাক
আমি তো হতবাক!

শুধু আমি কেন, আমার মতো অনেকেই অবাক হয়েছেন কারন তারা তাদের সারাজীবনে এমন বিরল টাইপের ইতিবাচক প্রতিবাদ দেখেছেন কি-না আমার জানা নেই!
________

চিকিৎসার ভুল না হওয়া সত্ত্বেও এবং চিকিৎসাবিদ্যার 'অ আ ক খ' না জানা সত্ত্বেও যখন সাংবাদিকেরা আমাদের চিকিৎসকদের চিকিৎসাকে 'ভুল চিকিৎসা' বলে আখ্যা দেন তখন কি আমরা তাদেরকে ওয়াসার এমডি'র মতো উচিৎ শিক্ষা দেওয়া যায় এমন কোন বিরল প্রতিবাদ করতে পারি ?

যেমন ধরুন তারা যখন আপনার কাছে ট্রিটমেন্ট নিতে আসলো তখন তাদের সাথে মধুর ব্যাবহার করে 'ভুল চিকিৎসা' দিয়ে দিলেন কিংবা অতি আন্তরিকতার সাথে গ্লুটিয়াসে নিদেনপক্ষে একটা ১০সিসি ডিস্টিলড ওয়াটার ডিপ আই/এম দিয়ে দিলেন!

ব্যাপরটা কেমন হয় ?
সাপও মরলো, লাঠিও ভাঙলো না!
________

আজ সাংবাদিক পরিবেষ্টিত এক অনুষ্ঠানে অভিনেত্রী শমী কায়সারের দুটি ফোনই চুরি হয়ে যাওয়ার পর তিনি সাংবাদিকদের দিকেই তার অভিযোগের তীর তাঁক করেন!

আমরা কিন্তু সাংবাদিকদের চোর বলিনি!

________

ইহা একটি ফানপোস্ট।
ইহাকে কেউ সিরিয়াসলি নিলে পোস্টদাতা দায়ী থাকবে না।
________

সংযুক্তিঃ
আমাদের একজন চিকিৎসক ভাই আরো একটি অতিসুন্দর প্রস্তাব দিয়েছেন।
সেটি হলো যে সাংবাদিক এধরনের নিউজ করবে আমরা সারাদেশের সমস্ত চিকিৎসকরা মিলে খাতাকলম নিয়ে সেই সাংবাদিকের বাসায় যাবো তার কাছ থেকে 'সঠিক' চিকিৎসা শিখতে!

_____________________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়