Ameen Qudir

Published:
2019-04-15 21:30:20 BdST

প্যাথলজির অধ্যাপক ডা. শেখ মনিরুল হক প্রয়াত


 

ডেস্ক
_______________________

প্যাথলজির অধ্যাপক ডা.শেখ মনিরুল হক

প্রয়াত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। ডিএমসি, কে১৬।

১৪ এপ্রিল , ২০১৯ দিবাগত রাত ২.১৫ মিনিটে স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে দেশের চিকিৎসক সমাজ শোকাহত।

  তার জন্ম:০১ মার্চ ১৯৩৮  ।



প্রয়াত জ্যেষ্ঠ চিকিৎসকের আত্মীয় কথা সাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল জানান, তিনি সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মামাতো ভাই , গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর বাড়ি , বর্তমান নিবাস লালমাটিয়া ।

তাঁর বড় সন্তান ডা.টিকু ইসলাম ( এসওএমসি ১৮, + এমএমসি ১৭),চক্ষু বিশেষজ্ঞ, ব্রুনাই- এ কর্মরত আছেন ।

প্রয়াত শেখ মনিরুল হক দীর্ঘ সময় সৌদি আরবে চাকরি করেছেন । বাংলাদেশে ফিরে সুদীর্ঘ সময় ধানমন্ডি পপুলার মেডিকেল সার্ভিস লি. ও লালমাটিয়ার সিটি হাসপাতালে প্যাথলজি বিভাগ পরিচালনা করেছেন।

পারিবারিক এলবামের স্মৃতিময় ছবি। ছবি সূত্র: ডা. মোহিত কামাল

পরিবার সূত্র জানায়,
১৫ এপ্রিল বেলা দেড়টায় আজিমপুর ছাপড়া মসজিদে প্রয়াত ডা. মনিরুলের জানাজা অনুষ্ঠান হবে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়