Ameen Qudir

Published:
2019-04-13 19:34:51 BdST

প্ল্যাটফর্ম এবং বিডিইএমআর যৌথ ভাবে আয়োজন করছে হেলথ কুইজ




ডা. অসিত বর্দ্ধন
__________________________

প্ল্যাটফর্ম এবং মেডিকেল সফটওয়্যার প্রতিষ্ঠান, বিডিইএমআর যৌথ ভাবে আয়োজন করছে, হেলথ কুইজ!

চিকিৎসকের সঠিক উপদেশ, সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসক-রোগী সম্পর্ক উন্নয়ন, রোগ সংক্রান্ত বা সাধারণ স্বাস্থ্যতথ্য, সমৃদ্ধ এক কুইজ প্রতিযোগিতা তথা অনলাইন স্বাস্থ্য বিষয়ক কুইজ এখন লাইভ! প্লে স্টোর থেকে BDEMR Patient App অথবা patient.bdemr.com ব্রাউজ করে কুইজে অংশ নিতে পারবেন।https://www.facebook.com/BangladeshEMR/

নিয়মিত কুইজ শুরু হবে ১৭ ই এপ্রিল থেকে । প্রতি সপ্তাহে ১ টি প্রশ্নের পুরস্কার ১০ হাজার টাকা , দৈনিক ১-৩ টি পুরস্কার ২ হাজার টাকা , মাসিক পুরস্কার ১৫ হাজার টাকা। বিজয়ী ঘোষণা হবে ফেসবুক লাইভে , bdemr.com (facebook.com/BangladeshEMR) পেজ থেকে। প্রতি শনিবার অথবা মঙ্গল বারে রাত ১০.৩০ থেকে ১১.৩০ এর মধ্যে।
কুইজের আপডেটের জন্য প্ল্যাটফর্ম (facebook.com/platform.med.org) এবং bdemr.com পেজ ফলো করুন।

কুইজ সম্পর্কেঃ

৫ তারিখ থেকে পরীক্ষামূলক ভাবে কুইজ শুরু , প্রতিদিন ১ টা করে প্রশ্ন, বিজয়ী পাবেন ২০০০ টাকা। রাত ১০৩০ থেকে ১১৩০ এর মধ্যে লাইভে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী লাইভে না থাকলে পরবর্তি জনকে নির্বাচিত করা হবে।

এই কুইজের উদ্দেশ্যঃ
১। জগণকে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারনা দেওয়া।
২। অনেক মিথ/ কুসংস্কার আছে , সাথে আছে ডাক্তারদের সম্পর্কে ভুল ধারনা। সেগুলো দূর করা।
৩। স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটালাইজেশন তুলে ধরা।

হেলথ কুইজ অ্যাম্বাসেডরঃ ফেসবুক গ্রুপ
এই শুভ উদ্যোগের সাথে জড়িয়ে আছে, অনেক ভলান্টিয়ার। যাদের পজিটিভ পদক্ষেপের জন্যই এই লক্ষ্য নিয়ে কুইজ শুরু হলো।
যারা আমাদের মতই ভাবেন, জয়েন করতে পারবেন নির্দিধায়! আপনাদের নন মেডিকেল বন্ধুদের ও এই গ্রুপে অংশগ্রহণ করতে বলতে পারবেন। তবে এই সংখ্যা হবে সীমিত। সুতরাং আপনার বন্ধুদের দ্রুত যোগ করুন।

হতে পারবেন হেলথ কুইজ অ্যাম্বাসেডর!

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়