Ameen Qudir

Published:
2018-07-29 17:19:25 BdST

ফেসবুকে অন্যের লেখা চুরি করে উল্টো অাবার চোরের বড় গলা



ডা.মিথিলা ফেরদৌস
___________________________

আজকেও একজন আমার লেখার মাঝের অংশ কপি করে নিজের ওয়ালে নিজের নামে চালায় বেশ বাহ বাহ কুড়াচ্ছে দেখলাম।কয়জন কমেন্টে দেখলাম,"স্যার অসাধারণ বলেছেন! "সে সমান তালে লাইক দিয়ে যাচ্ছে।প্রফাইলে গিয়ে একজন মিউচুয়াল ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম,
:চিনিস?
:কেন আপা কি করছে?
:আমার লেখা কপি করছে।
:ও তো কপি করেই এই পর্যন্ত আসছে আপা।
:ও এই ব্যাপার!!
চোর বাটপাড় কেমনে ফ্রেন্ডলিস্টে রাখি? ব্লক করলাম। ছেলেটা কখনও আমার পোস্টে কোন রিয়েক্ট করতো না,কিন্তু সে যে শুধুমাত্র কপি করার জন্যে লিস্টে এসেছিলো,আজকেই চোখে পড়লো।

দুইদিন আগে একজন পুরা পোস্ট কপি পেস্ট করে একই ঘটনা ঘটিয়েছে।কমেন্টে লিখে আসলাম।"কার্টেসি না দেন,অন্তত কালেক্টেড লিখতেও তো পারতেন,এইটুকু সৎ তো থাকতে পারতেন?"আনফ্রেন্ড করে চলে এসেছি।

এর আগেও এক মেয়েকে সবার সামনে না বলে ইনক্সে বললাম,সে বলে, "আপনি কি মহামানবী?"ব্লক করে দিলাম।

এমন বেশ কয়েকজনের প্রফাইলেই দেখেছি,আমার পুরা লেখা কপি পেস্ট করতে বা মাঝে থেকে কিছু অংশ নিয়ে কপি করতে,কোন কার্টেসী ছাড়া, এমনকি কালেকটেড পর্যন্তও লেখে নাই।মানে নিজের নামেই চালিয়ে দিয়েছে।

অবাক লাগে, আমি কি ছাইপাঁশ লিখি,সেইটুকুও যদি নিজের নামে চালান,এইটুকু সততা যদি জীবনে না দেখাতে পারেন, তাহলে বড় বড় সুযোগ আসলে কি করবে তারা?সামান্য একটা লেখার জন্যে তো নিজের কাছেই ছোট হয়ে অন্যের কাছে বাহবা পেয়ে লাভ কি আছে বুঝলাম না।

 

-------------------------------------------------

শেষ কথা।
আমার শুধু এই কারনেই খারাপ লাগে,কেউ কেউ ভাবতে পারে,আমিই কপি করেছি।
এবার ফেসবুকে আমার ওয়ালে
কমেন্টে একটা নমুনা দিলাম,আজ নাম কেটেই দিলাম।এরপর নামসহই দিবো।

_________________________________

ডা.মিথিলা ফেরদৌস । সুলেখক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়