Ameen Qudir

Published:
2018-07-24 16:54:11 BdST

ডাক্তারদের আসলে মোবাইল ব্যবহার করা উচিৎ না :কেন একথা বলছেন একজন চিকিৎসক লেখক


 

ডা সুরেশ তুলসান
______________________________

কখনও সখনও আমিও টেম্পারমেন্ট লস করি। অর্থাৎ, রেগে যাই।
ডাক্তারদের আসলে মোবাইল ব্যবহার করা উচিৎ না। ব্যবহার করলেও সবাইকে নাম্বার দেয়া উচিৎ না। তারপরও কিভাবে যেন নাম্বারটা পেয়ে যায়। তাই মাঝে মাঝে নাম্বারটা বদলানো উচিৎ। অথবা মোবাইল রিসিভ করার জন্য একজন PRO অর্থাৎ পাবলিক রিলেশন অফিসার রাখা উচিৎ।

ওটি শেষ করে ক্লান্ত অবস্থায় ঘুমাতে ঘুমাতে বেশ রাত।

খুব সকালে মানে ভোর রাত থাকতেই একটা ফোন।

পরিচিত নাম্বার।

দাদা আমি ফটকা, (কাল্পনিক নাম,অরিজিনালের কাছাকাছি)

আমি - হাঁ, বল।

ফটকা - আপনার বৌমার তো বাচ্চা হয়েছে আজ ১২ দিন, কিন্তু বুকের দুধ হচ্ছে না। যেটুকু হয় তাতে পেট ভরে না সম্ভবত। বাচ্চাটা সারাদিন ক্ষিদের জ্বালায় কাঁদে।

ওকে স্টুপিড বলতে পারতাম, এই সাত সকালে ঘুম নষ্ট করা জন্য বকাঝকা করতে পারতাম।একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করি তোর কি একটুও হুঁশ-জ্ঞান নাই; এই ভোর রাতে ঘুমটা নষ্ট করলি ? আমার প্রায়ই রাত জাগা লাগে এটাতো তুই ভালো করেই জানিস।

তেমন কিছুই করলাম না। অতি কষ্টে নিজেকে সংযত করলাম।ভাবলাম প্রথম বাপ হয়েছে। ক্ষিদের জ্বালায় বাচ্চাটার কান্নাকাটিতে ওর হঁশ-জ্ঞান সাময়িক নষ্ট হয়েছে হয়তো।

তাই শুধু জিজ্ঞেস করলাম, গরু বাচ্চা বিয়োলে দুধ বেশী হওয়ার জন্য তোরা কি করিস বলতো ? তোরা তো গরু পুষিস অনেকদিন থেকেই। এটাতো তোর ভালোই জানার কথা ।

ফটকা - বেশী বেশী খৈল, বিচালি, চিটা গুড়, ভাতের মাড়, লবন, পানি ইত্যাদি খাওয়াই।

তাহলে তাই কর, দুধ নামবে।

তার মানে বাচ্চার মাকে বেশী বেশী খাওয়াবো।

হাঁ ঠিক ধরেছিস।
_______________________________
ডা সুরেশ তুলসান।
কুষ্টিয়া মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়