Ameen Qudir

Published:
2018-02-21 15:54:42 BdST

একুশের কবিতা :রক্তপলাশের দাবী আমার নিরন্তর প্রার্থনা


 

 

ভাস্কর সাহা
কবি, অধ্যাপক ও অধ্যক্ষ , শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।

___________________________


সারাদিন স্বপ্ন দেখি সারারাত স্বপ্ন দেখি একটা ভয়ঙ্কর সুন্দর কবিতা পড়ে যাচ্ছি আমি
কারো লেখা নয় কারো গাঁথা নয় আমি নিজের প্রাণের অনুভবে আমারই নিঃশঙ্ক উচ্চারণে অবিরাম গেয়ে যাচ্ছি আমারই কবিতার গান

মঞ্চে আলো মঞ্চে আঁধার, অগনিত দর্শকের সামনে আমি মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আছি
আজ আটই ফাল্গুন, একুশে ফেব্রুয়ারী
আর পাঁচটা সকালের মতো সকাল পেড়িয়ে নগ্ন পদযাত্রা শেষে শহীদ মিনার।
ফুলে ফুলে ছেয়ে আছে বেদী মানুষে মানুষে রাজপথ।
আমার চোখের সামনে শহীদ বেদীর উপর এক একটি মিনার যেনো ঘার কাত করে সাক্ষী দিচ্ছে।
তারা ঝিমোচ্ছে।
আমি স্পস্টতো দেখতে পাচ্ছি তারা বিমর্ষ তারা ক্লান্তি আর অবষাদে মলিন মুখখানি নুয়ে আছে।

এতোটা উচ্চকিত আলো এতোটা ফুলেল শ্রদ্ধা এতো এতো মানুষের দীপ্ত পদচারনা অথচ শহীদদের মুখে হাসি নেই।
আমি ওদের উদ্দ্যেশে কিছু বলার জন্য হা করতেই ইতিহাস আমাকে ঘিরে ধরে।
আমি দ্রুতলয়ে পড়তে থাকি সাতচল্লিশ বাহান্ন, চৌষট্টি, ষেশট্টি, উনসত্তর, একাত্তুর নব্বই।
এতোগুলো বছরের এঁদো কাদা ঘুর্ণী জল হঠাৎই উঠে আসে আমার হাতের আস্তিনে
আমার ইতিহাস ভাবনাগুলো শস্যের বীজের মতো ছড়িয়ে পড়ে জল থেকে মাটিতে মাটি থেকে জলে ফসলের গভীরে।
যে শস্যের বীজ বপন করেছিলাম আমরা বাহান্নর তাজা রক্তে আজ সে ফসলের কথা বলতে যেয়ে এতোটা কাতর হয়ে আছি কেন?
আমরা কি দেখি নাই ভিজে যাওয়া শ্রাবনে উবু হওয়া কৃষকের কাছে স্বদেশের মুখ?
আমরা কি দেখি নাই কলে কারখানায় শ্রমিকের দৃঢ় হাতে স্বদেশের লাল আর সবুজের পতাকা?
আমরা কি দেখি নাই শিশুর চোখে ভাষার স্বপ্ন আগামীর দিন?
মায়ের কাছে অবারিত ভালোবাসা দ্বার আর বোনের মমতা আঁচল!

আজ আমি মুগ্ধ নই আজ আমি বিদ্রোহীও নই শুধু যারা কথা দিয়ে কথা রাখে নাই
যারা শহীদের রক্তের ঋৃণ শোধ করবো বলে ঘরে শুয়ে আছে
তাদের কাছে আমার খুন হওয়া রক্তপলাশের দাবী
আমার নিরন্তর প্রার্থনা
আপনারা জেগে উঠুন, একুশের বেলা যায়
একটু কষ্ট হলেও আপনার বলুন
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী

 

_________________

 

Image may contain: 1 person

ভাস্কর সাহা

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়