DESK
Published:2024-08-12 19:46:50 BdST
বিশ্বে অনেক প্রতিষ্ঠান মানুষের জন্য ব্যয় করতে রাজি , আমাদের সে সুযোগ নিতে হবে:স্বাস্থ্য উপদেষ্টা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা
ডেস্ক
_________________
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, বিশ্বে অনেক প্রতিষ্ঠান মানুষের জন্য ব্যয় করতে রাজি আছে। আমাদের সে সুযোগ নিতে হবে। আপনাদের কী লাগবে উন্নতমানের মেশিনারিজ, আইসিইউ কিংবা যা লাগে সেটার জন্য আমাকে জানান। আমরা ব্যবস্থা করবো।
তিনি বলেন,আগে কী হয়েছে জানি না, এখন থেকে যেন কোনো প্রকার দুর্নীতি না হয়। সব ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে।
সোমবার (১২ আগস্ট) দুপুরে কোটা আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা।
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, এদেশ ধনী, গরিব, কৃষক, মজুর সবার। টিকিট কাটা থেকে শুরু করে বিভিন্নভাবে টাকা দিয়ে মানুষ একজনকে পেছনে ফেলে আগে নিজের কাজ করাতে চায়। এসব দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা এদেশের নাগরিক। দুর্নীতি করে সবাই তো এদেশ থেকে বেরিয়ে অন্য দেশে যেতে পারবে না। আমাদের এখানেই থাকতে হবে। আমি অনেক কিছু জেনেছি। সামনে আলোচনা করবো।
এ সময় তিনি ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে কথা বলেন।
আপনার মতামত দিন: