ডেস্ক

Published:
2023-01-20 02:23:30 BdST

অজানা অভিমানে আত্মমৃত্যুর পথ বেছে নিলেন কুমেক ইন্টার্ন চিকিৎসক মিনহাজ


 

ডেস্ক
-----------------------

অচিন অভিমানে অকালে স্বেচ্ছায় আত্নমৃত্যুর পথ বেছে নিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মিনহাজুল করিম।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা সরদার আতিক লিখেছেন, ডা. মিনহাজুল করিমের কক্ষ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে । সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য আমি ছাড়া আর কেউই দায়ী নয়।’ইন্টার্নি চিকিৎসক ডা.মিনহাজ কুমিল্লা মেডিকেল কলেজের ২৪ তম ব্যাচের ছাত্র ছিলেন।
তার এই অকাল মৃত্যু তে গভীর শোক প্রকাশ করছি। সমবেদনা জানাই তার পরিবারের সদস্যদের প্রতি।

সুইসাইড নোটে কেন সে শুধু নিজেকেই দায়ী করলো? কি ছিলো তার কষ্ট? জীবনটা কেমন হলে সে হাজার বছর বেঁচে থাকার স্বপ্ন দেখতো? কিভাবে সে নিজেই নিজের বেঁচে থাকার বড় বাঁধা হয়ে দাড়ালো? অনুমান করতে পারি
এসব প্রশ্নের উত্তরে এই সত্যই বের হয়ে আসবে যে আত্মহত্যার আগে তার নিজের সম্পর্কে কোন ইতিবাচক ধারনা ই আর অবশিষ্ট ছিলো না। যদি থাকতো তাহলে সেইটুকু ধরে সে বাঁচার চেষ্টা করত।

আর এমনটা হয় বিষন্নতায়।বিষন্নতায় একজন মানুষ তার নিজের সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে এবং পারিপার্শ্বিকতা সম্পর্কে নেতিবাচক ধারনা পোষন করে। ধারনাটা এতটাই প্রকট হয় যে আত্মহত্যা তার জন্য সহজ হয়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ এর প্রাক্তন ছাত্র ও প্রখ্যাত সংগীতশিল্পী লেখক ও রক্ত রোগ বিশেষজ্ঞ
ডা গুলজার হোসেন উজ্জ্বল লিখেছেন,

"গতকাল কুমিল্লা মেডিকেল কলেজের একজন ইন্টার্ন চিকিৎসক আত্নহত্যা করেছে৷

ছেলেটি কেন আত্নহত্যা করেছে কেউ জানেনা। কেউ জানেনা তার কোন অভিমান বা দুঃখ ছিল কিনা।

হাসপাতাল থেকে ডিউটি শেষ করে এসে এপ্রোন আর চশমাটা না খুলেই ঝুলে পড়েছে গামছা গলায় সিলিং এর সাথে৷

নিজের একটা মলিন ছোট্ট প্রেস্ক্রিপশন প্যাডে লিখে গেছে "আমার মৃত্যুর জন্য আমি ছাড়া কেউ দায়ী নয়"।

সবার কাছে কেবল একটিই ক্লু। ছেলেটি নিভৃতচারী ছিল। মুখচোরা ছিল৷ ইঞ্জিনিয়ারিং এ পড়তে চেয়েছিল। বাবা মা জোর করে মেডিকেলে দিয়ে গেছে৷ ওর পাশ করতে অনেক যুদ্ধ করতে হয়েছে৷ অনিয়মিত হলেও এমবিবিএস পাশ সে করেছিল। যুদ্ধটা সে করে গেছে।

তবে কি সে ক্লান্ত হয়ে পড়েছিল? আবার আরেক যুদ্ধের প্রস্তুতির কথা ভেবে, এক বিভীষীকাময় জীবনের কথা ভেবে জীবন থেকেই অবসর চেয়েছিল?

সে কি এপ্রোন গায়ে একজন নবীন চিকিৎসকের মরদেহ উপহার দিতে চেয়েছিল? কাউকে বলতে চেয়েছিল " তোমরা তো চেয়েছিলে আমি ডাক্তার হই। এই নাও। ""

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়