Dr.Liakat Ali

Published:
2022-09-25 09:24:30 BdST

জ্যেষ্ঠ ডাক্তার সৈয়দা মদিনা বেগম (রিনা) আর নেই


ডাক্তার মেহেদী কবির এবং মামী ডাক্তার সৈয়দা মদিনা বেগম। ছবিটি ১৯৭৬ এ তাঁদের বিয়ের কিছুদিন পর তোলা। ছবি সৌজন্যঃ Natalie Hossain


ডেস্ক

_______
জ্যেষ্ঠ ডাক্তার সৈয়দা মদিনা বেগম (রিনা) আর নেই। তাঁর প্রয়াণের খবর জানিয়ে

ইসহাক অাহমেদ বেগ জানান, আমাদের সম্প্রসারিত পরিবারের সবার অতি প্রিয় এবং আমার বড় মামী ডাক্তার সৈয়দা মদিনা বেগম (রিনা) ঘন্টা চারেক আগে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছেন।

তিনি ছিলেন মৃদুভাষী, অমায়িক, অত্যন্ত শান্ত স্বভাবের এবং অত্যন্ত পরোপকারী।

মৃত্যুকালে তিনি তাঁর স্বামী এবং তিন সন্তান রেখে গেছেন।

আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করার জন্য। বড় ভালো মানুষ ছিলেন তিনি।

ছবিতে মামা ডাক্তার মেহেদী কবির এবং মামী ডাক্তার সৈয়দা মদিনা বেগম।

ছবিটি ১৯৭৬ এ তাঁদের বিয়ের কিছুদিন পর তোলা।

ছবি সৌজন্যঃ Natalie Hossain

ডাক্তার সৈয়দা মদিনা বেগম (রিনা)র প্রয়াণে গভীর শোক জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন।
তিনি বলেন, ডাক্তার সৈয়দা মদিনা বেগম একজন পথপ্রদর্শক অগ্রণী নারী ও চিকিৎসক ছিলেন। তাঁর প্রয়াণে চিকিৎসক সমাজ একজন অভিভাবককে হারাল।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়