Dr. Aminul Islam

Published:
2021-01-24 05:50:40 BdST

২৭ জানুয়ারি বাংলাদেশের প্রথম টিকা পাবেন কুর্মিটোলা হাসপাতালের একজন নার্স


২৭ জানুয়ারি বাংলাদেশের প্রথম টিকা পাবেন কুর্মিটোলা হাসপাতালের একজন নার্স
ডেস্ক
২৭ জানুয়ারি বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম টিকা পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্স। তাঁকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান শনিবার একটি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, এর পরদিন ২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে প্রায় ৫০০ জনকে টিকা দেওয়া হবে। যাঁদের টিকা দেওয়া হবে, তাঁদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। এরপর আগামী ৮ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরু হবে।

ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে।

ভারত থেকে উপহার হিসেবে আসা সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা দিয়ে কর্মসূচি শুরু হবে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়