SAHA ANTAR

Published:
2021-01-06 18:06:18 BdST

সুচিকিৎসার জন্য নিয়মিত চেকআপ ও ফলোআপ অত্যাবশ্যক


 

ডেস্ক 

----------------------

 

সুচিকিৎসার জন্য নিয়মিত চেকআপ ও ফলোআপ অত্যাবশ্যক। বিশ্বখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠি সবসময় চিকিৎসার জন্য,  সর্বদা সুস্থ থাকার জন্য এবং সম্ভাব্য বিপদ এড়াতে নিয়মিত ফলোআপ ও চেকআপের বিষয়ে তাগিদ দেন। 

সম্প্রতি বিশ্বখ্যাত বাঙালি ক্রিকেট পারসোনালিটি  সৌরভ গাঙ্গুলিকে দেখার পর সাংবাদিকদের সম্মুখীন হয়ে চিকিৎসক দেবী শেঠি (Devi Shetty) সে-ই ফলোআপ ও নিয়মিত  চেকআপের বিষয়ে সবিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা র কথা স্মরণ করিয়ে দেন। বলেন'সৌরভের কোন জটিল রোগ হয়নি। সৌরভ চাইলে ম্যারাথন দৌড়তে পারবেন। সৌরভের শরীরের সব মেডিক্যাল প্যারামিটার ঠিকঠাক রয়েছ । হার্ট অ্যাটাকের পূর্বাভাস পেতে নিয়মিত চেকআপের ও ফলোঅাপ করতে পরামর্শ দেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়