রাতুল সেন

Published:
2020-06-02 15:47:55 BdST

করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম আইসিইউতে



ডেস্ক
_________________

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। জানায়
চ্যানেল আই অনলাইন । চ্যানেল আই আরও জানায় ,
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘আজ দুপুরে শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ নাসিম হাসপাতলে ভর্তি হন। পরে সিটিস্ক্যানে শ্যাডো ধরা পড়ে। সন্ধ্যার দিকে পর পর করোনা পরীক্ষার ফলে দেখা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। পরে আগে তাকে আইসিইউতে নেওয়া হয়।’

নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ মে থেকে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত রোববার তিনি বাসায় ফিরেছেন।

ঢাকার শীর্ষ দৈনিক প্রথম আলো জানায় ,

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি তাঁর বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক।

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে সোমবার রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষার পর তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। রাতেই এ খবর গণমাধ্যমকে জানানো হয়।

২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

__________________________

Ad..

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়