Ameen Qudir

Published:
2020-04-06 22:13:50 BdST

করোনায় গত ২৪ ঘন্টায় ৪ মৃত্যু : নতুন করে আক্রান্ত ২৯


 

ডেস্ক
____________________
করোনা ক্রমশ থাবা বিস্তার করছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন ৪ জন মারা গেছে । নতুন করে আরও ২৯ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এ নিয়ে দেশে ১৩ জনের মৃত্যু হলো। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৭ এ।

মহাখালীতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে করোনা বিষয়ে আয়োজিত জরুরি সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিজিএমইএ ও বিকেএমইএ’র কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, পোশাক কারখানা খোলা নিয়ে সিদ্ধান্তহীনতার কারণে করোনা সংক্রমণের শঙ্কা রয়েছে বেড়েছে।

মন্ত্রী বলেন,করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির প্রধান হলেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোন সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয় না।

জাহিদ মালেক বলেন, করোনা থেকে দেশকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, করোনা পরীক্ষায় ১ লাখ কিট দেশে চলে এসেছে। আরও কিছু দেশের পথে রয়েছে। চিকিৎসকদের সুরক্ষায় প্রচুর পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে। করোনা চিকিৎসায় জেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ডসহ বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত আছে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়