Ameen Qudir

Published:
2020-03-20 00:45:55 BdST

হাসপাতালে কি করে ভাইরাস নিয়ন্ত্রণ করবেন


ডা: শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসেবার শুভচিন্তক
____________________________

স্বাস্থ্য বিভাগেরর ছুটি বাতিল হয়েছে তাই আমাদের এই বিপদে সম্মুখ সারির যোদ্ধারা নিশ্চয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিধান করে সেবা দেবেন কারণ এরাই একমাত্র যোদ্ধা এরা বিপদগ্রস্ত হলে সবাই বিপদে পড়বেন ।যেহেতু তাদেরকে ছুটি বতিল করে সেবা কাজে দেয়া হয়েছে তাদের সুরক্ষা বিধান নিশ্চয় করার কথা ।
২.
হাসপাতালে কি করে ভাইরাস নিয়ন্ত্রণ করবেন : সি ডি সির পরামর্শ
১। আগে থেকে জানান দেওয়া ।' করোনাতে আক্রান্ত হতে পারেন এমন ব্যক্তিকে নিয়ে হাসপাতালে আসার আগে জানানো যাতে করোনা নয়য় এমন রোগীদের তাদের থেকে দূরে রাখা যায়
২। নির্দেশনা । হাসপাতালে প্রবেশ নিয়ন্ত্রন আর সীমিত করা । ভ্রমন আর উপসর্গ সম্বন্ধে প্রশ্ন করা । তাদেরকে হাস্পাতালের প্রাসঙ্গিক অংশে পাঠানো
৩। সচেতনতা পোস্টার আর সরবরাহ । পুরো ফেসিলি টি তে সতর্ক চিহ্ন আর হাইজিন পোস্টার দেওয়া । থাকবে হ্যান্ড সেনি টাই জার আর টিস্যু । এতে বিস্তার কম্বে
৪। ফেস মাস্ক আর রেস্পিরেটারস । শ্বাস যন্ত্রের সংক্রমণ নিয়ে যে রোগীরা হাসপাতালে আসবেন এরা অবিলম্বে ফেস মাস্ক পরবেন । যে ডাক্তার আর স্বাস্থ্য কর্মী শ্বাস যন্ত্রের পরিচর্যা সম্বন্ধে প্রশিক্ষিত তারা পরবেন N95 respirators আর তা না থাকলে ফেস মাস্ক ।
৫। ISOLATION অন্তরন ঃ যাদের এমন সংক্রামক ভাইরাস সংক্রমণ আছে এরা আলাদা থাকবেন আলাদা রুমে বা অন্য তালায় অন্যান্য রোগীদের থেকে আলাদা ভাবে ।
৬। PPE ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ঃ ডাক্তার আর হাসপাতাল স্টাফ যারা এমন ছোঁয়াচে রোগীদের নিয়ে কাজ করবেন তারা পরিধান করবেন চোখ সুরক্ষা , গাউন আর গ্লভস ।
৭। পরিষ্কার পরিচ্ছন্নতা ঃ হাসপাতাল স্টাফ মানবেন পরিচ্ছন্নতার কঠোর নির্দেশনা মেডিক্যাল যন্ত্রপাতি ,কর্ম পিঠ , লন্ড্রি আর রান্না ঘরের তৈজস পত্র

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়