Ameen Qudir

Published:
2019-05-20 21:10:48 BdST

৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত অবকাঠামো সবই আছে : নেই ডাক্তার ও জনবল


 


ডা. কামরুল হাসান সোহেল
____________________________

৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। অবকাঠামোগত সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আধুনিক অপারেশন থিয়েটার আছে, আধুনিক যন্ত্রপাতি আছে, এসি আছে। প্রায় সবকিছুই আছে কিন্তু নেই তা রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবল। ৩১ শয্যার উপজেলা হাসপাতাল ভালোভাবে চালানোর জন্যই নেই প্রয়োজনীয় জনবল। পরিচ্ছন্নতা কর্মী মাত্র ২ জন, এনেসথেটিস্ট নেই, নিরাপত্তা প্রহরী নেই, এমএলএসএস মাত্র ১ জন। অবকাঠামোগত সুযোগ সুবিধা থাকলেই হবে? যন্ত্রপাতি থাকলেই হবে? তা রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেয়া হলে এইভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হবে সরকারি টাকায় কেন লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি। স্বাস্থ্য খাতে উন্নয়ন হচ্ছে কিন্তু সমন্বয়ের অভাবে সেই উন্নয়নে কাংখিত ফল পাওয়া যাচ্ছেনা। উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে সবার আগে, তারপর দিতে হবে প্রয়োজনীয় যন্ত্রপাতি (ল্যাবরেটরি ফ্যাসিলিটিজ, ওটি ইন্সট্রুমেন্ট) এবং প্রয়োজনীয় জনবল ও নিয়োগ দিতে হবে। তাহলেই সেই উন্নয়ন কাংখিত ফল নিয়ে আসবে।
_______________________________

ডা. কামরুল হাসান সোহেল :
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়