Ameen Qudir

Published:
2019-05-19 22:00:16 BdST

ডাক্তাররা অনিরাপদ হলে বঞ্চিত হবে সাধারণ মানুষই


 


ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ
_______________________


যে কোন পেশায় কর্মকালীন সময়ে কর্তব্যরত ব্যাক্তির ওপর ভায়োলেন্স বা অপরাধ হলে তার প্রতিকার বিধানে দায় রাষ্ট্রের। যে পক্ষই দোষী হউক না কেন তার প্রতিকার এর জন্য যথাযথ আইনের দৃষ্টান্তমূলক প্রয়োগ না হলে আস্থার সংকট এমনভাবে দেখা দিবে যে, কেউই রাষ্ট্রের ওপর আস্থা রাখবে না। আর এতে রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে।

ডাক্তারসহ সকল পর্যায়ের স্টাফরা বাংলাদেশের সরকারি হাসপাতালে অনিরাপদ কর্মপরিবেশে কাজ করছেন। এ অবস্থার সমাধান না হলে দেশের স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়বে। সেই সাথে বঞ্চিত হবে সাধারণ মানুষ।

রোগীদের জন্য মানসন্মত চিকিৎসায় মৌলিক প্রয়োজনঃ যেমন ডাক্তারের সংখা, অন্যান্য সাপোর্ট স্টাফের সংখা, যন্ত্রপাতির ঘাটতি।

প্রশিক্ষণ দক্ষতার মারাত্মক ঘাটতি আছে। এছাড়া শয্যা সংখার ৩/৪ গুণ রোগী, ক্ষমতা প্রদর্শনকারী রোগী ও এটেন্ডেন্টের আচরণ শিষ্টাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে।

ডাক্তার ও অন্যান্য স্টাফদেরদের আচরণের প্রশিক্ষণ ও ক্রাইসিস হেন্ডেলের প্রশিক্ষণ জরুরি। সেইসাথে রোগী ও এটেন্ডেন্টদের আচরণগত পরিবর্তনও জরুরি। এমনকি তা চিকিৎসা বান্ধব হতে হবে। সব ব্যাপারে নেতিবাচক কথা ও ব্যবহার বন্ধ হওয়া জরুরি। অভিযোগ থাকলে প্রতিকারের পথ খোলা আছে।

সহনশীলতা ও ভাল আচরণের বিকল্প নেই। নেতিবাচক কোন কথা ও কার্যক্রম সমস্যার সমাধান করবে না বরং সমস্যা বাড়িয়ে দিবে।

_______________________

ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ
পরিচালক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়