Dr.Liakat Ali

Published:
2022-05-31 21:42:16 BdST

চট্টগ্রাম মেডিকেল কলেজের সদ্য প্রয়াত কবি ফিরোজ মিয়াজি'র একটি অপ্রকাশিত কবিতা


চট্টগ্রাম মেডিকেল কলেজের সদ্য প্রয়াত কবি ফিরোজ মিয়াজি

চট্টগ্রাম মেডিকেল কলেজের সদ্য প্রয়াত কবি ফিরোজ মিয়াজি'র একটি অপ্রকাশিত কবিতা

প্রত্যাখ্যান
********
তুমি কী করে ফেরাবে আমায় বলো।তোমার কাছে
যাবো বলেই তো বরফেরা গলে গলে যায়, খুলে
দেয় পথ। অতিবৃষ্টি থেমে যায়, হেসে ওঠে স্বচ্ছ
উজ্জল দিন। কেটে যায় অশান্ত মেঘের বহর,
আলো দেয় একাদশী চাঁদ কী নিপুণ মমতায়!

তোমার কাছে যাবো বলেই তো গিজগিজে রাস্তায়
পথিকেরা ছেড়ে দেয় পথ, লোকে ঠাসা বাসগুলো
সহসাই হয়ে যায় খালি। রেলগেট, এ্যাম্বুলেন্স
আর আগুন নেভানো গাড়ি জড়োসড়ো হয়ে পথ
ছাড়ে, কেবল তোমার কাছে যাচ্ছি এই অজুহাতে।

তোমার কাছে যাবো বলেই তো রাতারাতি সেতু জেগে
ওঠে যমুনার বুকে; দুর্যোগ থেমে যায় শুকতারা
সাথী হয় নিশুতি রাতের পথে। জোনাকিরা আলো
জ্বালে, সপ্তর্ষী জেগে থাকে, বরষায় বেজে ওঠে
বসন্তবাহার কেমন আশ্চর্য সহমর্মীতায় !



তুমি কী করে ফেরাবে আমায় বলো, তোমার কাছে
যাবো বলেই তো ব্যস্ত নগরীর ট্রাফিক জ্যাম ভাঁজে
ভাঁজে খুলে যায়! মন্ত্রমুগ্ধ আমি ছুটে যাই শুদ্ধ
ঐকান্তিকতায়; অথচ ঠিক তখনই লালবাতি


জ্বলে ওঠে ও চোখে তোমার কী নিষ্ঠুর জড়তায়!
___________

সৌজন্য ডা সান্টু মোতাহার হোসেন

 

_____________________

ডেস্ক
_______________

প্রখ্যাত লোকসেবী চিকিৎসক ও কবি ফিরোজ মিঞাজি আর নেই। গত ২৯ মে ২০২২ কানাডায় তিনি মারা গেছেন। তিনি
চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন।
চিকিৎসক ও কবি ফিরোজ মিঞাজি র প্রয়াণে ডাক্তার প্রতিদিন সম্পাদক ও
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যার অধ্যাপক
ডা. সুলতানা এলগিন গভীর শোক জানিয়েছেন।
শোকবার্তায় তিনি বলেন, আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের উজ্জ্বল প্রিয়মুখ এবং বাংলা ভাষার একজন একনিষ্ঠ কবি ও লেখককে হারালাম।

ডা. মোতাহার হোসেন সান্টু জানান,
আমাদের চ.মে.ক. সময়ের সত্তর-আশি'র দশক) বিশিষ্ট রোমান্টিক কবি ডাঃ ফিরোজ মিঞাজি ভাই ( চ.মে.ক.১৮ ব্যাচ) গত ২৯.০৫.২০২২ রাতে কানাডা'র টরোন্টোস্থ নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়