Ameen Qudir

Published:
2019-08-08 07:18:06 BdST

ডেঙ্গুতে বাংলাদেশে ২৩ জন মারা গেছেন:৩২ হাজার ৩৪০ জনকে চিকিৎসা দান



ডেস্ক
_______________________________

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬ আগস্ট ২০১৯ পর্যন্ত ২৩ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় (৬ আগস্ট সকাল ৮টা থেকে ৭ আগস্ট সকাল ৮টা) নতুন দুই হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

৭ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত এক জানুয়ারি থেকে সাত আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ৩২ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ছাড়পত্র পেয়েছে ২৩ হাজার ৬১০ জন ডেঙ্গু রোগী।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আট হাজার ৭০৭ জন ভর্তি আছেন । রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে পাঁচ হাজার ৩৮৯ জন রোগী ভর্তি আছেন। এছাড়া অন্যান্য বিভাগে মোট তিন হাজার ৩১৮ ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
৭ আগস্ট পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৩, মিটফোর্ড হাসপাতালে ১০৪, ঢাকা শিশু হাসপাতালে ৩৮, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮৬, বারডেম হাসপাতালে ১৯, বিএসএমএমইউতে ৪৩, পুলিশ হাসপাতাল রাজারবাগে ২৬, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২১, বিজিবি হাসপাতাল পিলখানায় ৭, সম্মলিত সামরিক হাসপাতালে ৪২ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ২৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩১ জন, খুলনা বিভাগে ১৬৪ জন, রংপুর বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৪ জন, সিলেট বিভাগে ৩২ জন ও ময়মনসিংহ বিভাগে ৬৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়