Ameen Qudir

Published:
2019-06-25 04:36:41 BdST

ডা.মশিউরের উপর অনৈতিক বর্বরোচিত হামলা এবং হেনস্থার প্রতিবাদে মুখর বরিশাল


 



ডা. শিরিন সাবিহা তন্বী
_________________________

মাথার উপর গনগনে রোদ।
শেবাচিম এর সকল চিকিৎসক আষাঢ়ের সেই দারুন খরাকে উপেক্ষা করে একতাবদ্ধ।
কন্ঠে শ্লোগান, বিচার চাই। বিচার চাই।।
রোদে পুড়ে সব মিডিয়া কর্মী রা কাভারেজ দিচ্ছিলেন এই প্রতিবাদ।
এই মানব বন্ধন।
বরগুনা সদর হাসপাতালে কর্তব্যরত শেবাচিম প্রাক্তন ছাত্র ডাঃ মশিউর রহমানের উপর অনাকাঙ্খিত, অনৈতিক, অযাচিত, বর্বরোচিত হামলা এবং হেনস্থার প্রতিবাদে মুখর শেবাচিম হাসপাতাল গেট।
সাধারণ চিকিৎসক দের এই প্রতিবাদে একাত্মতা ঘোষনা করেছে বরিশাল বিএমএ।
বিএমএ সভাপতি ডাঃ ইশতিয়াক স্যার, বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মনিরুজ্জামান স্যার বক্তব্য রেখেছেন।
ডাঃ এস এম সরোয়ার, ডাঃ বিপ্লব কুমার দাস, ডাঃ ইমরুল কায়েস, ডাঃফয়জুল হক পনির, ডাঃ কানিজ মিলি, ডাঃ এফ আর খান, ডাঃ সোহাগ, ডাঃ আশিক দত্ত উপস্থিত ছিলেন।
ডাঃ সৌরভ সুতার, ডাঃ নুরুন্নবী তুহিন, ডাঃ শিরীন সাবিহা তন্বী, ডাঃ মেহেদী হাসান বিপ্লব, ডাঃ কামাল মোস্তফা এই প্রতিবাদ সভাতে বক্তব্য রাখেন এবং মিডিয়ার সামনে সাক্ষাৎকার দেন।
নবীন প্রজন্মের ডাঃ সাবা, ডাঃ মামুন, ডাঃ হিমেল শ্লোগান দেন, বিচার চাই ।
সকল চিকিৎসক এক সুরে আওয়াজ তোলেন, বিচার না হলে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে চিকিৎসক সমাজ।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়