DR. AMINUL ISLAM

Published:
2025-01-04 16:18:47 BdST

বিএসএমএমইউ-তে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা জোরদারের গুরুত্বারোপ


 

বিএসএমএমইউ বিজ্ঞপ্তি
______________________

রোগীদের সুবিধার্থে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা কার্যক্রম জোরদারের লক্ষ্যে আজ শনিবার ৪ জানুয়ারি ২০২৫ইং তারিখে বিএসএমএমইউ প্রশাসনের সাথে আইসিটি সেলের একটি গুরুত্বপূর্ণ সভা উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে বহির্বিভাগের টিকেট প্রাপ্তির বিষয় সহজীকরণের উপর গুরুত্বারোপ করা হয়। অনলাইনে সম্পূর্ণরূপে বহির্বিভাগের টিকেট প্রাপ্তি ও অ্যাপয়েনমেন্ট নিশ্চিত করা গেলে রোগীরা উপকৃত হবেন। এতে করে বহির্বিভাগে টিকেট প্রাপ্তির জন্য রোগীদের ভিড় এড়ানো সম্ভব হবে। একই সাথে রোগীরা ডাক্তার দেখানোর জন্য নির্ধারিত সময়ে এসে চিকিৎসকের পরামর্শ বা ব্যবস্থাপত্র নিতে পারবেন। এতে করে রোগীদের সময়ও সাশ্রয় হবে। রোগীরা বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রবেশ করে এই সেবা নিতে পারবেন। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় অনলাইনে অ্যাপয়েনমেন্টসহ টিকেট প্রাপ্তি, অনলাইনে টিকেটের মূল্য প্রদান, রোগীর প্রয়োজন অনুযায়ী বিভাগ নির্ধারণ করে দেয়াসহ এই সেবা কার্যক্রম সম্প্রসারণসহ সম্পূর্ণরূপে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলমসহ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ জিল্লুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আকতারুজ্জামান, ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট মোঃ মারুফ হোসেন, সহকারী ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়