DESK
Published:2025-01-01 19:39:08 BdST
২০২৪ সালে বিএসএমএমইউর শিশু সার্জারি বিভাগে সেবা নিয়েছেন প্রায় ১০ হাজার রোগী
বিএসএমএমইউ বিজ্ঞপ্তি
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: বিএসএমএমইউ র সি ব্লকে শিশু সার্জারি বিভাগে নতুন বর্ষবরণ, ১০তম ব্যাচের রেসিডেন্টদের বিদায় অনুষ্ঠা ন হয়েছে । অনুষ্ঠানে শিশু সার্জারি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. অধ্যাপক ডা. কে এম দিদারুল ইসলামকে বরণ করে নেয়া হয় এবং সদ্য সাবেক বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ডা. সুশংকর কুমার মন্ডলকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, শিশু সার্জারি বিভাগে ২০২৪ সালে ইনডোর ও আউটডোরে প্রায় ১০ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। এরমধ্যে ১ হাজার ৩ শতাধিক রোগীর অপারেশন করা হয়েছে। শিশু সার্জারি বিভাগে ২০২৪ সালে ৩টি জোড়া লাগানো শিশুর অত্যন্ত জটিল অপারেশন সফলভাবে করা হয়েছে। এরমধ্যে ৩ মাস বয়সী শিশু আবু বকর ও ওমর ফারুক এবং ১ বছর ৬ মাস বয়সী শিশু নূহা ও নাবাকে বিভিন্ন ধাপে জটিল অস্ত্রোচারের মাধ্যমে তাদের সফলভাবে পৃথকীকরণ করা হয়েছে। ১ বছর ৩ মাস বয়সী শিশু সুমাইয়া ও খাদিজার প্রথম ২ ধাপের জটিল অস্ত্রোপচারের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাদের বয়স সাড়ে তিন বছর। তাদেরকে সম্পূর্ণরূপে পৃথকীকরণ করতে আরো ৩টি ধাপের জটিল অস্ত্রোচার করতে হবে। এক্ষেত্রেও শিশু সার্জারি বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সহায়তায় জোড়া লাগানো শিশু সুমাইয়া ও খাদিজাকে বাকি অস্ত্রোচারের মাধ্যমে সফলভাবে পুরোপুরো পৃথকীকরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন শিশু সার্জারি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান।
আপনার মতামত দিন: