DESK

Published:
2025-01-01 19:33:57 BdST

বিএসএমএমইউর চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের সাথে উপাচার্যের মতবিনিময়




বিএসএমএমইউ বিজ্ঞপ্তি
_____________________

নতুন বছরের শুরুতে আজ বুধবার ১লা জানুয়ারি ২০২৫ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: বিএসএমএমইউ প্রশাসন বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেডিডেন্ট ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেছে। এসময় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো গবেষণা। বিএসএমএমইউর বর্তমান প্রশাসন গবেষণার ক্ষেত্রে সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। এমন গবেষণায় গুরুত্ব দিতে হবে যেসকল গবেষণাসমূহ আন্তর্জাতিক জার্নালে গুরুত্বের সাথে প্রকাশ করা হয়। তাই গবেষণার মান বৃদ্ধির দিকেও নজর দিতে হবে। রোগ প্রতিরোধ ও রোগ নির্ণয়ের দিকে আরো বেশি নজর দিতে হবে। উচ্চতর মেডিক্যাল শিক্ষা প্রদানের মাধ্যমে গণ আকাক্সক্ষার বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে বিএসএমএমইউ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্য পূরণে উচ্চতর মেডিক্যাল শিক্ষায় যে গ্যাপগুলো রয়েছে তা দূর করাসহ যেসকল খুঁটিনাটি বিষয় রয়েছে সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। নতুন নতুন প্রযুক্তির সমন্বয়ে উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সকলে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে স্বাস্থ্যখাতে জনমনে যেসকল প্রশ্ন রয়েছে তা দূর করতে হবে। আর এসকল কিছু সুন্দরভাবে সম্পন্ন করার মাধ্যমেই বিএসএমএমইউতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার বলেন, নতুন বছরের প্রতিজ্ঞা হোক ভালো কিছু করার মাধ্যমে অতীতের নেতিবাচক বিষয় মুছে ফেলার। বিএসএমএমইউকে গবেষণা, শিক্ষা ও সেবায় আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। সকলকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। যথাসময়ে অফিসে আসতে হবে। অনুপস্থিত থাকলে প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হবে। আনঅথোরাইজড এ্যাবসেন্ট থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে অত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় এখানে কর্মরত সকলেই যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালনের মাধ্যমে বিএসএমএমইউকে বিশ্বের বুকে সুউচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবেন।
এই মতবিনিময় অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, প্রক্টর ডা. শেখ ফরহাদ, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ, কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শওকত কবীর, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়